corona virus btn
corona virus btn
Loading

পটাশপুরের কাঠের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার কাঠ

পটাশপুরের কাঠের গুদামে বিধ্বংসী আগুন, পুড়ে  ছাই লক্ষাধিক টাকার কাঠ
পটাশপুরে বিধ্বংসী আগুন

অগ্নিকাণ্ড ঘটে পটাশপুরের প্রতাপদিঘী বাজারের একটি কাঠের মিলে

  • Share this:

#পটাশপুর:  আচমকাই ইলেকট্রিক শর্টসার্কিট,  পুড়ে ছাই হয়ে গেল আস্ত কাঠের গুদাম ৷ এক নিমেষে ধ্বংস হয়ে লক্ষ লক্ষ টাকার কাঠের সামগ্রী ৷

পটাশপুরের বিধ্বংসী আগুন পটাশপুরে বিধ্বংসী আগুন

অগ্নিকাণ্ড ঘটে পটাশপুরের প্রতাপদিঘী বাজারের একটি কাঠের মিলে ৷ বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎই আগুন লাগে এই মিলে ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই সময় গুদামেরই এক কর্মী ঘুমন্ত অবস্থায় ছিলেন ৷ আগুনের তাপ গায়ে লাগতেই তাঁর ঘুম ভেঙে যায় ৷ গুরুতর আহত না হলেও কোনওরকমে গোডাউন থেকে ছুটে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন ৷

পটাশপুরের বিধ্বংসী আগুন পটাশপুরে বিধ্বংসী আগুন

আগুনের দাবদাহ এতটাই ভয়াবহ ছিল যে তা নিয়ন্ত্রণ করতে দমকলের সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ৷ দমকলের প্রাথমিক ধারনা, ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড৷ আগুন লাগার ফলে নষ্ট হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা কাঠের সামগ্রী৷ যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ৷

Sujit Bhowmik

First published: February 6, 2020, 7:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर