IMD Weather Update: বাড়বে তাপমাত্রা সেইসঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে!

Last Updated:

IMD Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা হয়, আর্দ্রতাজনিত অস্বস্তিও বিরাজ করবে।

দিঘা
দিঘা
দিঘা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা হয়, আর্দ্রতা জনিত অস্বস্তিও বিরাজ করবে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা অবস্থান করলেও, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
১২ জুলাই শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বাড়বে তাপমাত্রা। জেলায় জেলায় আর্দ্রতা ও জনিত অস্বস্তি বিরাজ করছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিসে রিপোর্টে যারে যায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আবারও সোমবারের থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
আরও পড়ুনঃ সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন ভ্যালির সঙ্গে এত মিল…? উত্তরবঙ্গের ‘হিডেন জেম’ এই ছোট্ট গ্রাম! নাম জেনে ঘুরে আসুন
শনি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় রবিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। এই ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। শনিবার রাতে উত্তর থেকে দক্ষিণবঙ্গে মূলত বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। তাপমাত্রা বাড়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জেলায় জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল হবে মানুষ।
advertisement
advertisement
শনিবার সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার মানুষজন। ১২ জুলাই মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে দিঘা সহ জেলায়। রোদ উঠলে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ শতাংশ। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার পর্যন্ত।
advertisement
সৈকত শী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Weather Update: বাড়বে তাপমাত্রা সেইসঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে!
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement