IMD Weather Forecast: সকাল থেকেই নিয়ে কিছু আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Weather Forecast: চীন ও ভিয়েতনামের শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে চীন সাগর থেকে একটি মেঘপুঞ্জ সরে এসেছে বঙ্গোপসাগরে। তারই ফলে উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি!
দিঘা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে আবারও দুর্যোগের কাল মেঘ। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, চীন ও ভিয়েতনামের শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে চীন সাগর থেকে একটি মেঘপুঞ্জ সরে এসেছে বঙ্গোপসাগরে। তারই ফলে উত্তর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ বলায় তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি!
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। এদিন দিনভর দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলবর্তী জেলায়। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানায় যায়, বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা নিষেধাজ্ঞা হাওয়া অফিসের। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা!
advertisement
আরও পড়ুনঃ ‘এটিই’ Thyroid-এর প্রাথমিক লক্ষণ…! ৩০ দিনের মধ্যে আপনার শরীরে সাধারণ ‘এই’ উপসর্গ লক্ষ করেছেন? আজই ডাক্তারের কাছে যান
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের মতই উত্তরবঙ্গেও উইকেন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া।
advertisement
advertisement
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ সকাল থেকেই মেঘলা। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। দিঘা শহর জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ। নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। সেই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। ঝড়ো হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্র।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 11:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Weather Forecast: সকাল থেকেই নিয়ে কিছু আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

