IMD Weather Forecast: নিম্নচাপের জের, সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণের আবহাওয়া? আলিপুরের আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Weather Forecast: সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ। বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
দিঘা: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। বুধবারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, নয় জুলাই বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বভাস রয়েছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার গতিবেগে। বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
বুধবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলার পাশাপাশি সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকার নিম্নচাপ ঝাড়খণ্ডের ওপর সরবে। ঝাড়খণ্ডের অপর দিয়ে এই নিম্নচাপ ছত্তিশগড়ে প্রবেশের পর দুর্বল হবে। আপাতত মৌসুমী অক্ষরেখা ও এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 8:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Weather Forecast: নিম্নচাপের জের, সপ্তাহান্তে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণের আবহাওয়া? আলিপুরের আপডেট

