IMD Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার ঝড়বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
IMD Rain Forecast: বঙ্গোপসাগরের সৃষ্ঠ হয়েছে ঘূর্ণবাত। বৃহস্পতিবার বিকেলের মধ্যে এই ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্ন চাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া বদল। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! রথের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
দিঘা: বর্ষাকালের আবহাওয়া বলতে যা বোঝায়, বৃহস্পতিবার সকাল থেকে তা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আকাশে ঘন কালো মেঘ। বৃষ্টি শুরু হয়েছে। বলছে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে জুন মাসের শেষ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি ২৬ জুন বৃহস্পতিবার বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার উঁচু পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি অবস্থান করে আছে, অভিমুখ ওড়িশার উপকূল।
বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপের পরিণত হওয়ার পর উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৩০ জুন পর্যন্ত। দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ২৬ জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
advertisement
আরও পড়ুনঃ ‘বোন হওয়ায় বাবা চলে গেল…’, ট্রেনে হকারি করে সংসার চলে একরত্তিকে নিয়ে, ১৩ বছরের বিক্রমের লড়াই চোখে জল আনবে
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইবে। আজ রথের দিন অর্থাৎ ২৭ জুন শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলায়। তবে রথের দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ জুন পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
advertisement
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 10:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMD Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার ঝড়বৃষ্টিতে তোলপাড় কোন কোন জেলা? আবহাওয়ার বড় খবর

