Home /News /south-bengal /
লকডাউনের প্রতিকূলতাতেও হস্টেলে গবেষণায় অবিরত IIT-খড়গপুরের পড়ুয়ারা

লকডাউনের প্রতিকূলতাতেও হস্টেলে গবেষণায় অবিরত IIT-খড়গপুরের পড়ুয়ারা

ক্যাম্পাসেই রয়ে গেছেন কয়েকজন গবেষক পড়ুয়া। শাওন, জিৎ, সৌমেন্দু কিংবা শিবায়নের মত আরও বেশ কয়েকজন গবেষক পড়ুয়া এখন হোস্টেলের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেই নিজেদের গবেষণার কাজকে এগিয়ে নিয়ে চলেছেন৷

  • Share this:

#কলকাতা :  করোনার  কবলে এখন স্তব্ধ  গোটা বিশ্ব। গোটা দেশ। ব্যতিক্রম নয় আমাদের এ রাজ্যও।  মানুষের স্বাভাবিক জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন। লকডাউন  ঘোষণার পর থেকেই গোটা দেশবাসী  চার দেওয়ালের  মধ্যে  আবদ্ধ। তার প্রভাব পড়েছে আইআইটি খড়গপুরের  ক্যাম্পসেও।

অধিকাংশ বি-টেক পড়ুয়া ক্যাম্পাস  ছেড়ে বাড়ি চলে গেলেও , ক্যাম্পাসেই রয়ে গেছেন  কয়েকজন গবেষক পড়ুয়া। শাওন, জিৎ, সৌমেন্দু কিংবা শিবায়নের  মত আরও বেশ কয়েকজন গবেষক পড়ুয়া এখন হোস্টেলের চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেই নিজেদের গবেষণার কাজকে এগিয়ে নিয়ে চলেছেন।

লকডাউনে  বন্ধ হয়েছে একাডেমিক কাজকর্ম, বন্ধ ক্যাম্পাসের সব  ল্যাব. হোস্টেল থেকে বের হওয়ার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। ল্যাবে  ব্যস্ততা নেই, নেই সেমিনার, কনফারেন্স, নেই চা খেতে খেতে তুমুল আড্ডা। সারাদিন নিজের নিজের ঘরেই সময় কাটছে পড়ুয়াদের। একঘেঁয়েমি লাগলেও নিরুপায়। গবেষকদের অন্যতম শাওন বাগ  বলেন, 'হোস্টেলের  মধ্যেই মাঝে মাঝে  চলছে আড্ডা।  তবে তাও সামাজিক দূরত্বের নিয়ম মেনেই।  আড্ডাতে  উঠে আসছে  রাজ্যের এবং দেশের বর্তমান করোনা পরিস্থিতি । যা মাঝে মাঝেই মনকে অস্থির করে তুলছে। বাবা-মা বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের  নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ। নিয়মিত আপাতত ফোনেই চলছে খোঁজখবর নেওয়া। সন্তানদের চিন্তায় বাড়ি থেকেও ঘনঘন ফোন যাচ্ছে গবেষক পড়ুয়াদের কাছে।

ফোন করে একটাই জিঞ্জাসা, 'তুই কেমন আছিস'? তবে এইসব  মানসিক টানাপোড়েনের মাঝেও নিজেদের  কাজ চালিয়ে যাচ্ছেন গবেষকরা। কেউ কেউ ঘরে বসেই এগিয়ে রাখছেন  থিসিস লেখার কাজ।  কেউ আবার নিজের পরবর্তী গবেষণামূলক কাজের ব্যাপারে করছেন পড়াশোনা। কেউ আবার হোস্টেলে বসেই লিখছেন জার্নাল পেপার। ছাত্রদের সেমিনার, পিএইচডি ডিফেন্স---  সবই আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।তাই মন ভাল রাখতে ঘরে বসে কাজের পাশাপাশি চলছে গান বাজনা, বই পড়া সিনেমা দেখা।

কেউ কেউ অনেক দিন ধরে আবার হোস্টেলের ঘরে ধুলো পড়া বাদ্য যন্ত্রকে সঙ্গী করে কাটাচ্ছেন অবসর সময়। সময় করে  ক্যাম্পাসের আনাচে-কানাচে ঘুরে ঘুরে দিচ্ছেন করোনা নিয়ে সচেতনতার বার্তাও।ক্যাম্পাস জীবন এখন স্তব্ধ। রাস্তা ঘাট শুনশান। তবে তাতে থেমে থাকছে না গবেষণা।  অজস্র প্রতিকূলতা আর দুশ্চিন্তার মধ্যেই আবার কবে  স্বাবাভিক ছন্দে ফিরবে তাদের প্রতিষ্ঠান ? সেই প্রশ্নেরই  উত্তরের অপেক্ষায় এখন আইআইটি খড়গপুরের ক্যাম্পাস বন্দি গবেষক পড়ুয়ারা।

VENKATESWAR  LAHIRI

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus, IIT KHARAGPUR

পরবর্তী খবর