Home /News /south-bengal /
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রীর

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রীর

Representational Image

Representational Image

খেলতে খেলতে মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর ।

 • Share this:

  #ইছাপুর: খেলতে খেলতে মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর । সিরিয়াল দেখার সময় খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু হল দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীর । মৃত ওই ছাত্রীর নাম সুপ্রিয়া সাহা (৮) ।

  উত্তর ২৪ পরগনার ইছাপুর পূর্বাশা এলাকার ঘটনা । বৃহস্পতিবার দুপুরে ফাঁকা বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায় । ওই শিশুর বাবা সুদীপ সাহা পেশায় রাজমিস্ত্রি । ওই শিশুর মা নৈহাটি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে । যে ঘরে শিশুটি ছিল ওই ঘরে টিভি চলছিল । হঠাৎ করেই প্রতিবেশীরা শিশুটির সাড়া শব্দ না পেয়ে ওই শিশুর দাদুকে খবর দেয় । দাদু এসে দেখে শিশুটি ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় ঝুলছে । সঙ্গে সঙ্গে খবর দেয় নোয়াপাড়া থানায় । পুলিশ দেহ উদ্ধার করে দেহটি বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে পাঠায় ।

  এই ঘটনায় ইছাপুর পূর্বাশা এলাকায় স্বভাবতই শোকের ছায়া নেমেছে । নোয়াপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । মৃত ওই ছাত্রী ইছাপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে ।

  First published:

  Tags: Child death, Death, Ichapore

  পরবর্তী খবর