গলসি: আইসিডিএস স্কুলে ঢুকে ডিম নিয়ে অশান্তি, আইসিডিএস কর্মীকে মারধর চাঞ্চল্য এলাকায়। ICDS স্কুলে ঢুকে স্কুলের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তিন গ্রামবাসীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ঝাড়ুল গ্রামে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। গ্রামবাসীদের হাতে আক্রান্ত ওই ICDS কর্মী পুলিশের সহযোগিতায় গ্রাম ছেড়ে বেরিয়ে এসে পূরর্ষা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর শনিবার বিকালে গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ICDS কেন্দ্রের কর্মী সুলোচনা ভদ্র জানিয়েছেন, এ দিন শিশু এবং গর্ভবতী মায়েদের খাবার ও ডিম দেওয়ার কথা ছিল। সকলের ভাগের ডিম তিনি শুক্রবার সকলকে দিয়ে দেন। একটি খাতায় সকলেই সই করে সেই দিন চলে যায়। শনিবার যখন তার সেন্টারে খাবার তৈরি হচ্ছিল, সেই সময় এলাকার বাসিন্দা রিনা আঁকুরে তার শ্বশুর, শাশুড়ি ও তার বৌদি এসে জোর করে ডিম দেওয়ার কথা বলে। শুক্রবারে ডিম দেওয়া হয়ে গিয়েছে শুনেই তাঁর ওপর চড়াও হয় রিনা আঁকুরে ও তার পরিবার।
আরও পড়ুনঃ বাংলার যুবক-যুবতীদের জন্য বিরাট খবর! স্বনির্ভর হতে মিলবে লক্ষ লক্ষ টাকা লোন, ব্যবসায় ভর্তুকি
এ দিন ICDS কেন্দ্রের ভিতরে ঢুকে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি যে খাতায় সকলে সই করে ডিম নেয় সেই খাতা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। উনুনে সেই সময় শিশুদের খাবার তৈরি হচ্ছিল, সেই খাবার এবং উনুনে জল ঢেলে দেন।
যদিও রিনা আঁকুরে ও তার পরিবার মারধরের অভিযোগ অস্বীকার করেছে।তবে খাবারে জল ঢালার কথা তারা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নেন। গলসি থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে নেমেছে গলসি থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman, ICDS