#কাকদ্বীপ: নিম্নমানের চাল দেওয়ার পাশাপাশি পচা আলু দেওয়ার অভিযোগ উঠল কাকদ্বীপের আইসিডিএস সেন্টার থেকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের হারউড পয়েন্ট থানার অন্তর্গত কৈলাস নগর আইসিডিএস সেন্টারে। বুধবার সকাল থেকে ওই আইসিডিএস সেন্টারে চাল, ডাল ও আলু দেওয়ার কাজ শুরু হয়েছিল।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, চাল, ডাল, আলু দেওয়ার পর দেখা যায় আলু বেশিরভাগই পচা । পচা আলু না নিতে চাওয়ায় ওই আইসিডিএস কর্মী নমিতা মাইতির সঙ্গে বিতর্কে জড়ান গ্রামবাসীরা। পরে কাকদ্বীপ হারউঢ পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন বিষয় খতিয়ে দেখার জন্য। সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখার পর আলু পরিবর্তনের নির্দেশ দেয় প্রশাসন। এ বিষয়ে কাকদ্বীপ সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান পুরো বিষয়টা খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICDS centre