Home /News /south-bengal /

West Bengal News: জঙ্গল থেকে ভেসে আসছে বিকট আওয়াজ, সকলে গিয়ে যা দেখলেন, চক্ষু চড়কগাছ!

West Bengal News: জঙ্গল থেকে ভেসে আসছে বিকট আওয়াজ, সকলে গিয়ে যা দেখলেন, চক্ষু চড়কগাছ!

জঙ্গলে রহস্য (প্রতীকী ছবি)

জঙ্গলে রহস্য (প্রতীকী ছবি)

West Bengal News: গ্রামবাসীদের উদ্যোগেই ফাঁদ পেতে হায়নাটিকে ধরতে সক্ষম হয় বনবিভাগ।

 • Share this:

  #আসানসোল: এবার লোকালয়ে হায়নার আনাগোনা (West Bengal News)। বারাবনি ব্লকের পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনডিহি গ্রামের জঙ্গলে ধরা পড়ল একটি হায়না। গ্রামবাসীদের উদ্যোগেই ফাঁদ পেতে হায়নাটিকে ধরতে সক্ষম হয় বনবিভাগ। তাকে খাঁচায় ধরে সালানপুরের রূপনারায়পুর ফরেস্ট অফিসে রাখা হয়।

  বুধবার রাতেই জঙ্গলের দিকে বিকট আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালবেলায় গ্রামের মানুষজন জঙ্গলের দিকে দেখতে পান স্ট্রিপেড হায়নাটিকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারাবনি থানায় এবং সরিষাতলী ফরেস্ট বিট অফিসার অসীম বাউরি ও গৌরান্ডি বন দফতরে। তাঁরা এসে হায়নাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

  আরও পড়ুন: বাংলায় করোনা সংক্রমণের হার ১৬.‌৫!‌ উদ্বেগজনক রাজ্যগুলির তালিকা দেখে নিন...

  আরও পড়ুন: পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী...

  প্রসঙ্গত, বিগত কয়েকদিনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বাঘের হানার ঘটনা ঘটেছে। মৈপীঠ, কুলতলী, গোসাবার মতো লোকালয়ে ছড়িয়েছিল বাঘের আতঙ্ক (Royal Bengal Tiger)। শেষের ঘটনায় সুন্দরবন কোস্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে একটি বাঘ ঢুকে পড়েছিল। সেই বাঘের আঘাতে বন দফতরের এক কর্মী আহতও হন। শেষমেশ অবশ্য ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে ধরা হয়।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Asansol, West Bengal news

  পরবর্তী খবর