Anupam Saha
#হাসনাবাদ: স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় এসে ধরা দিল স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক ধারণা । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের বরুনহাট এলাকায় । ডিউটি পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে । মৃতের নাম দীপালি মন্ডল ওরফে নমিতা মন্ডল (৩৮)। স্বামীর কুড়ুলের আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্বামী সাধন মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাবাদের বরুনহাটে বাড়ি সাধন মন্ডলের। পেশায় তিনি সবজি বিক্রেতা। তার স্ত্রী দীপালির সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। এ দিন বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে রেগে যায় সাধন। বাড়িতে থাকা কুড়ুল ও দা নিয়ে স্ত্রীকে খুঁজতে বের হয়। কিছুটা দূরে স্ত্রীকে আসতে দেখে শুরু হয় দু’জনের মধ্যে বচসা। ওই সময় উত্তেজিত হয়ে সাধন তার স্ত্রীর মাথায় কুড়ুলের কোপ বসিয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপালির । এই ঘটনার পর সাধন হাসনাবাদ থানায় গিয়ে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে পুলিশের হাতে ধরা দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।