#আংরাইল: গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে মারার পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা l
রাতে স্ত্রীকে মেরে ভোর ৪টে নাগাত আংরাইলের বাড়ি গিয়ে পার্থ তাঁর মায়ের কাছে মেয়েকে রাখে ৷ তাঁর মাকে বলে, তোমার বৌমা অসুস্থ, বনগাঁ হাসপাতে ভর্তি আছে, তুমি হাসপালে যাও। আমি হাসপাতে যাচ্ছি। পরে বনগাঁ জি আর পি থেকে তাঁর বাড়িতে খবর যায়, চাঁদপাড়া লাইনের কাছ থেকে পার্থর দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অনুমান সাংসারিক ঝামেলার জন্য প্রথমে স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে খুন করে পার্থ। পরে নিজে চাঁদপাড়া কাছে শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।