#দক্ষিণ ২৪ পরগনা: ভোর ৬টায় থানায় হাজির হলেন যুবক, পিঠের স্কুল ব্যাগ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ব্যাগের ভিতর একটা কাটা মুণ্ড। যুবক নিজের স্ত্রীর মুণ্ড কেটে, ব্যাগে ভরে, সোজা থানায় গিয়ে আত্মসমর্পন করলেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার ভোরবেলায় হঠাৎই এক যুবক পাথরপ্রতিমা থানায় সটান ঢুকে আসেন। ডিউটি অফিসারের কাছে খোঁজ করেন বড়বাবুর। অভিজিৎ দাস নামে ওই যুবক আত্মসমর্পন করে জানান, সে তাঁর স্ত্রীর গলা কেটে খুন করেছেন, এমনকী পিঠে থাকা স্কুল ব্যাগ থেকে কাটা মুন্ডু বের করে পুলিশ অফিসারকে দেখান। পাশাপাশি বলেন, তাঁকে যেন গ্রেফতার করা হয়।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ আধিকারিকরা ছিন্নভিন্ন অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার করেন। যুবককে গ্রেফতার করেছে পুলিস। কিন্তু ঠিক কী কারণে এই মর্মান্তিক পরিণতি ? তদন্ত শুরু করেছে পুলিশ।