#রায়গঞ্জ: বিয়ের পর বেশ কয়েক বছর কেটে গিয়েছিল ৷ আসতে আসতে সম্পর্কে তিক্ততা ক্রমশ বাড়ছিল ৷ সেই সমস্যা থেকে রেহাই পেতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে স্বামী ৷ আর সেই বিবাহ বহির্ভূত সম্পর্ক টের পেতেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে খুন করল স্বামী ৷
ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বোরট গ্রামে ৷ বিবাহিত জীবনের সম্পর্কে ক্রমশ তিক্ততা বাড়ছিল ৷ ছোটখাট বিষয় নিয়ে সবসময়ই সমস্যা লেগেই থাকত ৷ বৃহস্পতিবার রাতে সমস্যা চরমে ওঠে ৷ সেই সময়ই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয় অভিযুক্ত স্বামী বাপ্পা মণ্ডল ৷ এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাপ্পার স্ত্রী ৷
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেতেই পুলিশে খবর দেন ৷ এরপর গৃহবধূর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ অভিযুক্ত স্বামী বাপ্পা মণ্ডলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতা গৃহবধূর পরিবার ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন: দেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ১২ হাজার কিন্তু রাজ্যে শূন্য, কেন্দ্রকে তোপ মমতার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Extra Marital Affairs, Raygunge