Home /News /south-bengal /
Birbhum News: স্ত্রীকে ঘরে ঢুকে খুন, পাল্টা গণপ্রহারে মৃত্যু স্বামীরই! নৃশংসতার সাক্ষী থাকল বীরভূম

Birbhum News: স্ত্রীকে ঘরে ঢুকে খুন, পাল্টা গণপ্রহারে মৃত্যু স্বামীরই! নৃশংসতার সাক্ষী থাকল বীরভূম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে সালিশি সভার সিদ্ধান্ত অনুযায়ী আলাদা থাকতে শুরু করেন সোনামণি ও সামু৷

 • Share this:

  #অক্ষয় ধীবর, মুরারই: ঘরে ঢুকে প্রাক্তন স্ত্রীকে খুন করল মদ্যপ স্বামী৷ পরে গণপ্রহারে মৃত্যু হল অভিযুক্তেরই৷ এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের মুরারইতে৷

  জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নিজের প্রাক্তন স্ত্রীর বাড়িতে হানা দেয় অভিযুক্ত সামু মুর্মু৷ মদ্যপ অবস্থায় মুরারইয়ের চন্দ্রপাড়া গ্রামে নিজের প্রাক্তন স্ত্রী সোনামণি মুর্মুর ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে খুন করে সে৷

  সোনামণির চিৎকারে ততক্ষণে জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ সামু মুর্মু নামে অভিযুক্ত ব্যক্তি পালানোর সময় তাঁকে ধরে গণধোলাই দেয় ক্ষুব্ধ জনতা৷ এতেই গুরুতর আহত হয় অভিযুক্ত৷ খবর পেয়ে মুরারই থানার পুলিশ গিেয় তাকে উদ্ধার করে৷

  আরও পড়ুন: ঝুলছে স্বামী, স্ত্রী'র দেহ পড়ে খাটের উপর, মেমারিতে হাড়হিম কাণ্ড!

   প্রথমে অভিযুক্ত সামু মুর্মুকে মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই মৃত্যু হয় অভিযু্ক্ত সামু মুর্মুর মৃত্যু হয়৷ গণপিটুনি ঘটনায় ওই গ্রামেরই চার বাসিন্দাকে গ্রেফতার করেছে মুরারই থানার পুলিশ৷

  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে সালিশি সভার সিদ্ধান্ত অনুযায়ী আলাদা থাকতে শুরু করেন সোনামণি ও সামু৷ তা সত্ত্বেও মাঝেমধ্যেই সোনামণির বাড়িতে চলে আসত সামু মুর্মু৷ দু' জনের বাদানুবাদ হত৷ শেষ পর্যন্ত, রবিবার প্রাক্তন স্ত্রীর ঘরে ঢুকেই তাঁর উপরে প্রাণঘাতী হামলা চালায় সামু মুর্মু৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Birbhum, Murder

  পরবর্তী খবর