#অশোকনগর: বিয়ের আট বছর পরও পণের টাকার জন্য চাপ ও অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে পরিকল্পনা মাফিক খুন করলেন স্বামী! এমনটাই অভিযোগ মৃতার পরিবারের সদস্যের।
ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার গুমা দক্ষিণ এলাকায়। আট বছর আগে আমডাঙ্গা থানার রামপুর এলাকার বাসিন্দা হাবিবার সঙ্গে বিয়ে হয় অশোকনগর গুমা এলাকার ফিরোজ হকের। তাঁদের দুই সন্তানও রয়েছে। গৃহবধু হাবিবা খাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করতেন। নিজের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দেওয়া হত। কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকার দরুণ সব সময় মেয়েকে সাহায্য করতে পারতেন না বাবা কাশেমুল হক। এখানেই শেষ নয়! দীর্ঘ দিন থেকেই একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবার স্বামী ফিরোজের।
মঙ্গলবার সকাল ন'টায় হাবিবার বাবার বাড়িতে ফোন করে ফিরোজ জানান, তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এখানেই অসঙ্গতির প্রশ্ন তুলেছেন হাবিবার পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, সেদিনই সকাল সাতটার সময় হাবিবার সঙ্গে তাঁদের ফোনে কথা হয়। স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন হাবিবা। দু'ঘণ্টার মধ্যে এমন কী হল, যে তাঁদের মেয়ে আত্মহত্যা করলেন? তাঁদের দাবি, ফিরোজ তাঁকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছেন।মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাতে পাঠানো হয়েছে। হাবিবার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashoknagar incidence, Domestic violence, Housewife Death