হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লকডাউনে স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি ! ছুরি চালিয়ে গ্রেফতার স্বামী

লকডাউনে ঘরবন্দি স্বামী-স্ত্রীর মধ্যে চরম অশান্তি ! স্ত্রী-র পিঠে ধারাল ছুরি চালিয়ে গ্রেফতার স্বামী

কাঁথি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আহত মহিলা।

  • Last Updated :
  • Share this:

#কাঁথি: লকডাউনে একটানা বাড়িতে থাকতে থাকতেই স্বামী এবং স্ত্রীর মধ্যে অশান্তির সুত্রপাত। পারিবারিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে মত বিরোধের মধ্যেই স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, এই অভিযোগ তুলে স্ত্রীর পিঠে ধারাল ছুরি চালিয়ে দেয় স্বামী। স্ত্রীর পিঠে ছুরি মেরে স্বামী নিজেই অবশ্য থানায় গিয়ে পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করে।স্বামীর কাছ থেকে সবকিছু শুনেই পুলিশ তাঁর আহত স্ত্রীকে কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে।

কাঁথি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আহত মহিলা। স্ত্রী-কে ছুরি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে মারিশদা থানার পুলিশ। অভিযুক্ত শ্রীকৃষ্ণ সর্দারের বাড়ি মারিশদা থানার দক্ষিণ কানাইদিঘী গ্রামে। জানা গেছে, বছর কয়েক আগেই পাশেরই গ্রামের ওই যুবতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে অশান্তি লেগে রয়েছে।  অশান্তির কারনেই বুধবার স্ত্রীকে ছুরি মেরে খুন করতে উদ্যত হয় স্বামী। নিজের স্ত্রীর পিঠে ধারালো ছুরি চালিয়ে সটান থানায় চলে যায় অভিযুক্ত স্বামী। কাঁথির মারিশদা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

SUJIT BHOWMIK

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Husband Arrest, Lockdown