#ভাঙড়: ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentines Day) ঝগড়ার সময় মৃত্যু কামনা করেছিল স্ত্রী৷ তার পরের দিনই আত্মঘাতী হলেন স্বামী৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগণার (South 24 Parganas) ভাঙড়ের পোলেরহাটে৷ মৃত যুবকের নাম রাজা ঘোষ৷
জানা গিয়েছে, মন্দিরা ঘোষ নামে এক যুবতীর সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্ক ছিল কাশীপুর থানার পোলেরহাট ঘোষপাড়া এলাকার বাসিন্দা রাজা ঘোষের৷ দু' জনে বিয়েও করে৷ কিন্তু বিয়ের পর মন্দিরার অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়৷ এই নিয়েই সংসারে শুরু হয় অশান্তি৷ যার জেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন রাজা ও মন্দিরা৷ সেই মতো সালিশি সভা ডেকে দুই পরিবারের সম্মতিতে আলাদা থাকতে শুরু করেন রাজা ও মন্দিরা।
আরও পড়ুন: প্রেম দিবসের উপহার, স্ত্রী-কে চাঁদে জমি কিনে দিলেন স্বামী, চমক পাঁশকুড়ার যুবকের !
যদিও মৃত যুবকের পরিবারের দাবি, আলাদা থাকতে শুরু করলেও বছর বাইশের রাজা মন্দিরাকে ভুলতে পারেননি৷ ভ্যালেন্টাইন্স ডে-র সকালেও রাজা ও মন্দিরার মধ্যে ব্যাপক ঝগড়া হয়৷
আরও পড়ুন: প্রেমের জোয়ারে ভেসেছে দিঘা! সমুদ্রনগরী আজ প্রেমিক-প্রেমিকাদের ভিড়ে রঙিন
রাজার পরিবারের অভিযোগ, তখনই মন্দিরা তাঁকে বলে, রাজার মৃত্যু হলে সে মৃতদেহে গোলাপ দিয়ে আসবে৷ মন্দিরার মুখে এ কথা শোনার পরই আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাজা৷ এ দিনই বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি৷
ঘটনায় গোটা এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে৷ রাজার স্ত্রীর কঠোর শাস্তি দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা৷
Kalyan Mondal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhangar, Suicide, Valentines day