Home /News /south-bengal /
Hilsha: তিন বছর পর এবার ইলিশ প্রেমীদের মুখে হাসি ফুটবে? জালে উঠল বিপুল রুপোলি শস্য

Hilsha: তিন বছর পর এবার ইলিশ প্রেমীদের মুখে হাসি ফুটবে? জালে উঠল বিপুল রুপোলি শস্য

জালে উঠল বিপুল সংখ্যক ইলিশ৷

জালে উঠল বিপুল সংখ্যক ইলিশ৷

প্রায় ১১০ টন ইলিশ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এবং নামখানার মৎস্য আড়তে ফিরল বেশ কয়েকটি ট্রলার৷

 • Share this:

  #বিশ্বজিৎ হালদার, নামখানা: বর্ষা আসতে দেরি হয়েছে দক্ষিণবঙ্গে৷ তবে গত দু' দিনে বদলেছে আবহাওয়ার পরিস্থিতি৷ ধীরে ধীরে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে৷ সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে৷

  আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গেই জালে উঠতে শুরু করল ইলিশ৷ প্রায় ১১০ টন ইলিশ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এবং নামখানার মৎস্য আড়তে ফিরল বেশ কয়েকটি ট্রলার৷ গত দু' দিনে একে একে ফিরেছে ট্রলারগুলি৷ আজ সন্ধ্যায় নিলামে উঠবে এই টাটকা ইলিশ৷ তার পর বিভিন্ন জেলার বাজারে পৌঁছে যাবে মাছের রাজা৷

  আরও পড়ুন: খুশির খবর! মরশুমের প্রথমেই শয়ে শয়ে ইলিশ ঢুকল ডায়মন্ড হারবার আড়তে

  ইলিশ প্রেমীদের জন্য এটা যদি সুসংবাদ হয়, তাহলে দুঃসংবাদও রয়েছে৷ কারণ, আবহাওয়া খারাপ হওয়ায় আপাতত নতুন করে আর মাছ ধরতে যাচ্ছে না কোনও ট্রলারই৷ আবহাওয়ার উন্নতি হলে ফের ইলিশের খোঁজে রওনা দেবে তারা৷

  গত ১৫ জুন থেকে শুরু হয়েছে সামুদ্রিক মাছ ধরা। সেদিনই কাকদ্বীপ, নামখানা থেকে ট্রলারগুলি রওনা দিয়েছিল। গত তিন বছর সেভাবে ইলিশ পাওয়া যায়নি। এবছর শুরুতে ইলিশের দেখা মেলাশ আশাবাদী মৎস্যজীবীরা।

  কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের মৎস্য বন্দরেও অল্প কিছু সংখ্যক ইলিশ নিয়ে ফিরেছিল কয়েকটি ট্রলার৷ তবে এই মরশুমের একসঙ্গে এই প্রথম এত বেশি সংখ্যক মাছ মিলল৷ মাছের জোগান বাড়লে খুচরো বাজারে ইলিশের দাম কমে মধ্যবিত্তের নাগালের মধ্যে আসবে বলে আশাবাদী মৎস্যজীবীরা৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Hilsha, South 24 Parganas

  পরবর্তী খবর