#গোসাবা: বিপদ কখনও একা আসে না। এমনিতেই আমফানে ভেসে গিয়েছে ঘর, জমি। তার উপর পুকুরে নোনা জল ঢুকে মরে যাচ্ছে হাজার হাজার মাছ। নোনা জলে ভাসছে মরা মুরগি, হাঁস, গরু, ছাগল। গোসাবা, বাসন্তী, ক্যানিং জুড়ে শুধুই ধ্বংসের ছবি।
ভয়ংকর আমফানে তছনছ জীবন, জীবিকা। কয়েকঘণ্টার ঘূর্ণিঝড় বদলে দিয়েছে জীবনের চেনা অলিগলি। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত। গোসাবা, বাসন্তী, ক্যানিং, কাকদ্বীপের ক্ষত আরও গভীর। সমুদ্রের নোনা জল ঢুকে ভেসে গিয়েছে পুকুর, জমি। নোনা জলে মিষ্টি জলের মাছ মরে পড়ে আছে এখানে-ওখানে।
রুই। কাতলা। তেলেপিয়া। ভেটকি। কাদায় আটকে মরা মাছ। মরে পড়ে আছে মুরগি, ছাগল, গরু। সময় যেন থমকে গেছে উত্তর রাঙাবেলিয়া গ্রামে। একে জলভাসি ঘর-সংসার। চাষের জমিও জলের তলায়। ভাঙা ঘরে এখন সাপের বসত। মরা মাছের দুর্গন্ধে টেকা দায়। দূষণ ছড়াচ্ছে এলাকায়। পুকুরের মিষ্টি জলে মিশে গিয়েছে সাগরের নোনা জল। যা ব্যবহারের অযোগ্য।
প্রতি পদে বিপদ। ধ্বংস। হাহাকার। তবু তার মধ্যেই ফের উঠে দাঁড়ানোর মরিয়া চেষ্টা। এভাবেই বাঁচে সুন্দরবন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Amphan, Fish Loss