corona virus btn
corona virus btn
Loading

সাঁতরাগাছি ঝিলে মাছের মড়ক, জলে ভেসে উঠল প্রচুর মরা মাছ

সাঁতরাগাছি ঝিলে মাছের মড়ক, জলে ভেসে উঠল প্রচুর মরা মাছ
representative image
  • Share this:

#সাঁতরাগাছি: বোটানিক্যাল গার্ডেনের পর ফের হাওড়ার সাঁতরাগাছি ঝিলে মাছের মড়ক! পাখিরালয় নামক এই ঝিলে সোমবার সকালে প্রচুর মৃত মাছ ভেসে ওঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই মাছ ধরার হিড়িক পড়ে যায় স্থানীয়দের মধ্যে। কিন্তু ঠিক কী কারণে এত মাছ মারা গেল ? পরিবেশবিদদের আশঙ্কা, আবহাওয়ার কারণে জলের তাপমাত্রার হেরফের হওয়ায় মৃত্যু হয়েছে মাছেদের। পরিবেশ দূষণের কারণকেও অগ্রাহ্য করা যায় না। রয়েছে বিষক্রিয়ার আশঙ্কাও। যদিও পাখিরালয় কর্তৃপক্ষের কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি! বিষক্রিয়া যুক্ত মাছে বাজারে বিক্রি হলে তা থেকে মানুষের স্বাস্থ্যহানিও হতে পারে! সাঁতরাগাছি ঝিলের রক্ষণাবেক্ষন নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল, ফের এই মাছের মড়ক আর একবার প্রশ্নের মুখে দাঁড় করাল পাখিরালয় কর্তৃপক্ষকে!

First published: April 1, 2019, 11:05 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर