হোম /খবর /দক্ষিণবঙ্গ /
করোনাকালে শিল্পীদের কাজে তালা! পেটের দায়ে ‘এই’ কাজ করছেন

করোনাকালে শিল্পীদের কাজে তালা! পেটের দায়ে ‘এই’ কাজ করছেন ...

Photo- Representative

Photo- Representative

করোনা কালে প্রাচীন লোকশিল্পীরা কর্মহীণ৷

  • Last Updated :
  • Share this:

#হাওড়া: করোনার কারণে সংকটের মুখে হাওড়ার লোকশিল্প কালিকাপাতারি। গ্রামগঞ্জে ঘুরে আর অনুষ্ঠান করতে পারছেন না শিল্পীরা। বাধ্য হয়ে পেশাবদল। এখন কেউ বেচেন ফুচকা, ভুট্টাভাজা। কেউ আবার কাঠ কাটার কাজ করছেন।

মুখে রঙের প্রলেপ। পরনে আজব বেশ। কখনও মহিষাসুর বধ। আবার কখনও শুম্ভ-নিশুম্ভ বধ। পৌরানিক কাহিনী জীবন্ত করে তোলে বাংলার প্রাচীন কালিকাপাতারি শিল্প। পুরুলিয়ার ছৌ নাচের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করে বেড়ান হাওড়ার শ্যামপুরের শিল্পীরা। করোনা, লকডাউনের কারণে সব বন্ধ। সামান্য সরকারি ভাতায় সংসার চালানো দায়। বাধ্য হয়েই পেশাবদল। কেউ কাঠকাটার কাজ করছেন। কালিকাপাতারি শিল্পীদের কেউ কেউ আবার পেটের দায়ে ফুচকা, ভুট্টাভাজা বিক্রি করছেন।

শ্যামপুরের দুটি ব্লকে তিনটি দল আছে। এই শিল্পের সঙ্গে যুক্ত পঞ্চাশজনের জীবন আচমকা যেন ওলটপালট হয়ে গেছে। সর্বনাশা করোনা কাজ কেড়েছে। শিল্পীমন এখন খুঁজে বেড়ায় ফুচকা, ভুট্টাভাজার খদ্দের।

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus, Howrah