#দিঘা:
ফের দিঘার সমুদ্রে তলিয়ে গেল এক পর্যটক! সমুদ্রে নেমে তলিয়ে যায় এবার এক স্কুল ছাত্র। নিখোঁজ হাওড়ার বাসিন্দা স্কুল ছাত্রের নাম সৈকত দত্ত। এবারই মাধ্যমিক পাশ করে সে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছে। হাওড়া থেকে ১০/১২ জন বন্ধু মিলে একসঙ্গে আজ, রবিবারই দিঘায় বেড়াতে এসেছিল সৈকত। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ওল্ড দিঘার সি হক ঘোলার কাছে বন্ধুদের সঙ্গে সৈকতে খেলতে খেলতেই সমুদ্রে নেমে তলিয়ে যায় ওই ছাত্র। এমনই জানিয়েছে পুলিশ। নুলিয়া ও পুলিশ নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে।এই নিয়ে ২৪ ঘন্টার মধ্যে দুজন দিঘার সমুদ্রে নেমে তলিয়ে গেল। শনিবার দিঘার সমুদ্রে স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়েছিল নদীয়ার বাসিন্দা এক যুবক। নদীয়ার কোতোয়ালি থানা এলাকা থেকে মোট আটজন বন্ধু মিলে শুক্রবার দিঘায় বেড়াতে এসেছিলেন ওই যুবক। সমুদ্রে স্নানে নেমে ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে ঋতম সাধুখাঁ নামের ওই যুবক সমুদ্রে তলিয়ে যায়। রাতভর খোঁজাখুজি চলে। কিন্তু নুলিয়ারা তাঁর খোঁজ পায়নি। শেষমেশ রবিবার সকালে নিউ দিঘার উদয়পুর সি-বিচের কাছে তাঁর দেহ পাওয়া যায়। মৃত যুবকের বয়স ২৩ বছর। নিউ দীঘার ক্ষনিকা ঘাটের কাছে সমুদ্র স্নানে নেমেছিলেন তিনি। ঋতমের বন্ধুরা দিঘা থানায় গিয়ে বন্ধুর নিখোঁজ হওয়ার কথা জানায়। তার পরই নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও নুলিয়ারা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Digha, Digha Sea Beach, Drowning