#BREAKING: পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস

ছবিটি প্রতীকী ও সংগৃহীত

জানা গিয়েছে, সকালে হাওড়া থেকে ছেড়ে ধৌলি এক্সপ্রেস পাঁশকুড়া ও মেচেদার মাঝের স্টেশনে একটি বগি বেলাইন হয়ে যায়৷ ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টা নাগাদ৷ তবে কেউ হতাহত হননি৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে জানা গিয়েছে৷

  • Share this:

    #পাঁশকুড়া: রেলে যাত্রী নিরাপত্তায় ফের প্রশ্ন৷ পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া-পুরীগামী ধৌলি এক্সপ্রেসের একটি বগি৷ আপাতত আটকে রয়েছে ট্রেনটি৷ ঘটনাস্থলে যাচ্ছেন রেলের আধিকারিকরা৷

    জানা গিয়েছে, সকালে হাওড়া থেকে ছেড়ে ধৌলি এক্সপ্রেস পাঁশকুড়া ও মেচেদার মাঝের স্টেশনে একটি বগি বেলাইন হয়ে যায়৷ ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টা নাগাদ৷ তবে কেউ হতাহত হননি৷ যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে জানা গিয়েছে৷

    ঠিক কী কারণে ট্রেনটির একটি বগি লাইচ্যুত হল, তা এখনও বোঝা যাচ্ছে না৷ তবে যাত্রীরা বেশ আতঙ্কিত৷ তবে আপ ও ডাউন লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল। দুর্ঘটনাস্থল দিয়ে ধীর গতিতে যাচ্ছে ট্রেন।

    First published: