#হাওড়া: গ্রামের নাম শুনলেই, এই গ্রামে বিয়ে করতে চান না অন্য গ্রামের মানুষ! কারণ শুনলে অবাক হবেন৷ হাওড়া পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মল্লিক পাড়া। শতাধিক পরিবারের বাস এই গ্রামে৷ বৈশাখ-জৈষ্ঠ্য মাসে সাধারণত জলের অভাব দেখা দেয় বহু এলাকায়। নদী-নালা খাল-বিলের জল শুকিয়ে যায়, চাষের জমি হয়ে যায় ফুটিফাটা। সেখানে এই গ্রামে উল্টো ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়৷
এলাকায় বৃষ্টির জেরে গোড়ালি সমান জল জমে, কোথাও বা তারও বেশি। বৃষ্টির সময় তো হাঁটু বা কোমর সমান জল জমে থাকে৷ আর বর্ষাকাল হলে তো আরও দুরবস্থা৷ গোটা গ্রামটাই যেন জলে ভাসছে৷ বছরের প্রায় ৮-১০ মাস জলমগ্ন হয়ে থাকে এই গ্রাম। ফলে নোংরা জল পেরিয়ে এই গ্রামে কেউ বিবাহ যোগ্য পুরুষ বা মহিলাদের দেখতে আসেন না৷ বাইরে থেকে আত্মীয়-স্বজনও আসতে নারাজ এখানে৷
এছাড়া, এলাকায় সাপ পোকা-মাকড়ের উপদ্রব তো আছেই৷ এলাকার মানুষের অভিযোগ, অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থা অচল হয়ে পড়েছে। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোনও রকম সুরাহা মেলেনি।
আরও পড়ুন- দ্বিতীয়বার বিয়ের পিড়িতে কণিকা! কখনও আদুরে প্রেম, কখনও খুনশুঁটি, দেখুন নানা মুহূর্ত
যদিও পাঁচপাড়া পঞ্চায়েত প্রধান শেখ মিনু মমতাজ বলেন, এই সমস্যার কথা তাঁর অজানা। পঞ্চায়েত সদস্য একথা জানাননি তাঁকে। তিনি আরও বলেন, যদিও জলের সমস্যা কমবেশি অনেক এলাকায় রয়েছে। কিন্তু যেখানে বেশি জল জমে থাকে, সেখানে পঞ্চায়েতের পক্ষ থেকে পাম্পের ব্যবস্থা করা হয়। এলাকার পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যাবার আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ দুর্ভোগে থাকবেন এটা তিনি কখনওই চান না বলে জানান পঞ্চায়েত প্রধান। এখন দেখার, এই জল-যন্ত্রণা থেকে কবে মুক্তি পায় এলাকাবাসী৷ সেই আশায় দিন গুনছেন তাঁরা।
Rakesh Maity
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah