Howrah News: এলাকায় ঘুরত ফেরিওয়ালা, সকলের চোখ এড়িয়ে চলত 'আসল' কারবার! এতদিন টের পায়নি কেউ, যা সামনে এল চমকে উঠবেন শুনে

Last Updated:

Howrah News: দীর্ঘদিন ধরে ব্যস্ত রাস্তার উপরেই হিরোইন কেনা বেচা চলছিল।

জনবহুল স্থানের খোলা বাজারেই হিরোইন ব্যবসা হাতেনাতে পাকড়াও যুবক
জনবহুল স্থানের খোলা বাজারেই হিরোইন ব্যবসা হাতেনাতে পাকড়াও যুবক
বাঁকড়া, রাকেশ মাইতি: এলাকায় ঘুরত ফেরিওয়ালা, সকলের চোখ এড়িয়ে চলত এই কারবার! এতদিন কাকপক্ষীও টের পায়নি! হাওড়ার রাস্তায় হিরোইন ফেরিওয়ালা! ভরা রাস্তায় ব্যস্ত সড়কেই দিনের পর দিন চলত হিরোইন ব্যবসা। জনবহুল এলাকার মাঝে প্রশাসনের নাকের ডগায় খোলা মার্কেটে রমরমিয়ে চলত হিরোইন ব্যবসা। একেবারে পাড়ায় এসে হিরোইন হকারি।
দীর্ঘদিন ধরে ব্যস্ত রাস্তার উপরেই হিরোইন কেনা বেচা চলছিল। বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা হাজির হয়ে এই মাদক দ্রব্য সংগ্রহ করত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই চলত চোরা কারবার। এ যেন গল্প কথা, ঘটনার সামনে আসতে অবাক এলাকার মানুষ।
advertisement
advertisement
প্রায় ২০০ অধিক প্যাকেট হিরোইন সহ আটক এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাঁকড়া নতুন পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,  তখন এলাকায় মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিচ্ছে। কেউ আবার গল্প গুজবে ব্যস্ত, বিভিন্ন দোকানে তখন ক্রেতাদের বেশ সমাগম রয়েছে। এমন সময় রাস্তার পাশেই ২ যুবকের মধ্যে বচসা। বচসা বেশ হাতাহাতি পর্যায়ে এগিয়ে যাবার মতো, তা দেখে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন। এগিয়ে আসতে তাদের কানে যা এল তাতেই অবাক সকলে।
advertisement
কী কারণে বচসা জানতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। এক যুবক বলে ওঠেন, বেশি টাকা নেওয়া হচ্ছে তার থেকে, কিসের টাকা? জিজ্ঞাসা করতেই ওই যুবক জানায়, অভিযুক্ত যুবক তার থেকে বেশি টাকা নিচ্ছেন। হিরোইন ক্রয় বিক্রয়ে দীর্ঘদিনের তাদের সম্পর্ক। এদিন অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ,  আর সেই কারণেই দুজনের মধ্যে বচসা। এমন অভিযোগ শুনেই স্থানীয় মানুষ অভিযুক্ত যুবককে আটকে রাখে।
advertisement
খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই যুবকের থেকে প্রায় ২০০ টি কাগজে মোড়া হিরোইন প্যাকেট উদ্ধার করে বলে জানান স্থানীয় মানুষ। জানা যায়, দীর্ঘদিন বাঁকড়ার ওই এলাকায়, অভিযুক্ত যুবক হিরোইন  ব্যবসা চালাত। ফোনের মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হত ক্রেতাদের। সময় মত ক্রেতারা এসে হাজির হত এখানে। এদিন আন্দুল থেকে আসা যুবকের সঙ্গে বচসার জেরে স্থানীয় মানুষের নজরে আসে এই চোরা কারবারের বিষয়টি।
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় মানুষ জানান, এ বিষয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আগে কখনও এলাকায় হিরোইন বা গাঁজা পাচার বা বিক্রির ঘটনা ঘটেনি। এমন ঘটনা পুনরায় না ঘটে। এই অপরাধমূলক কাজ দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এলাকায় ঘুরত ফেরিওয়ালা, সকলের চোখ এড়িয়ে চলত 'আসল' কারবার! এতদিন টের পায়নি কেউ, যা সামনে এল চমকে উঠবেন শুনে
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement