হাওড়া: প্রেমে আঘাত, আত্মঘাতী যুবক! ছেলেকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য এই ঘটনা বলে অভিযোগ মৃতের বাবার। মৃতের নাম প্রভাত মাখাল (৩৩)।
মৃতের বাবা ধনঞ্জয় মাখাল বলেন, একসময় ছেলে সল্টলেকে সেক্টর ফাইভে একটি কল সেন্টারে কাজ করত। সেখান থেকে কোচবিহারের এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। পরবর্তীতে সময় দুজনের ঘনিষ্ঠতা বাড়ে।
তার পর দুজনে একসাথে বেড়াতে যায় বলেও দাবি ধনঞ্জয় বাবুর। একাধিকবার নাকি ছেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে কোচবিহার গিয়েছিল।
আরও পড়ুন- প্রাচীনতম কদম রসুল পীরের মেলা গোঘাটের আসলোরিতে
সেক্টর ফাইভ থেকে কাজ ছেড়ে স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিল তাঁর ছেলে বলে জানান। গত সোমবার তিনি কোচবিহার যান। ফিরে আসার পর হতাশাগ্রস্ত ছেলেকে জিজ্ঞাসার পর বাবা জানতে পারেন, ওই মহিলা তাকে মরতে বলছে। তা জানার পর বাবা বহু বোঝাবার চেষ্টা করেন ছেলেকে।
রবিবার রাতে ঘরের ভেতরে দেখেন ছেলের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ। প্রথমে দেখতে পান পরিবারের লোক। ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন- উপনির্বাচন হলেও সাগরদিঘীতে ভোট পড়ল ভালই, অভিযোগ থাকলেও ভোট শান্তিপূর্ণ
এদিকে মৃতের পরিবারের পক্ষ থেকে সোমবার চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মৃতের বাবার দাবি, ওই মহিলা তার স্বামীর সঙ্গেও নাকি আলাপ করায় তার ছেলের। এখন তিনি জানতে পারেন ওই মহিলা ডিভোর্সি । শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গে ধনঞ্জয় বাবুর পরিবারের সঙ্গে ফোনে কথাবার্তাও হত।
রাকেশ মাইতি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suicide