• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • হাওড়ার উলুবেড়িয়ায় খুন হোটেল ব্যবসায়ী

হাওড়ার উলুবেড়িয়ায় খুন হোটেল ব্যবসায়ী

 • Share this:

  #হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় হোটেল ব্যবসায়ী খুনে অভিযুক্ত স্ত্রী ও খুড়তুতো ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই পলাতক। খুড়তুতো ভাই শ্রীকান্তর সঙ্গে হোটেল ব্যবসা চালাতেন উলুবেড়িয়ার নবকুমার বাগ। অভিযোগ, শ্রীকান্তর সঙ্গে বিবাহ বহিভূত সম্পর্ক ছিল তাঁর স্ত্রী কল্পনা বাগের।

  গতকাল হোটেলে মদের আসর বসায় নবকুমার ও শ্রীকান্ত। সেখানে হাজির ছিল কল্পনাও। পরিবারের দাবি, মত্ত হয়ে পড়লে নবকুমারকে শ্বাসরোধ করে খুন করে তারা। এরপর রাতেই বাড়ি ফিরে আসে কল্পনা। বাইকে করে নবকুমারের দেহ নিয়ে কুলগাছি গ্রামীন হাসপাতালে যায় শ্রীকান্ত। চিকিৎসকরা নবকুমারকে মৃত বলে ঘোষনা করার পরই গা ঢাকা দেয় সে। উলুবেড়িয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।

  First published: