#কাঁথি: পর্যটনপ্রেমীদের জন্য সুখবর৷ ফের শুরু হচ্ছে হাওড়া এবং দিঘার মধ্যে ট্রেন চলাচল৷ আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে হাওড়া এবং দিঘার মধ্যে ট্রেন পরিষেবা ফের শুরু হচ্ছে৷
রেল দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার থেকে হাওড়া এবং দিঘার মধ্যে দৈনিক এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে৷ হাওড়া থেকে দিঘাগামী ট্রেনটি সকাল ৬.৫০ মিনিটে ছাড়বে৷ সেটি দিঘা পৌঁছবে সকাল ১০.১৫ মিনিটে৷ ফিরতি পথে ১০.৩৫ মিনিটে দিঘা থেকে ছেড়ে বেলা ১.৫৫ মিনিটে হাওড়া পৌঁছবে এই এক্সপ্রেস ট্রেন৷ আপাতত হাওড়া-দিঘা স্পেশ্যাল ট্রেন হিসেবে চললেও ট্রেনটি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সূচি মেনেই চলবে৷ তবে রিজার্ভেশন ছাড়া ট্রেনে উঠতে পারবেন না যাত্রীরা৷ কারণ সব আসনই সংরক্ষিত থাকছে৷
করোনা অতিমারির কারণেই দিঘা এবং হাওড়ার মধ্যে এই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল৷ তবে এই মুহূর্তে দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়ছে৷ কিন্তু ট্রেন বন্ধ থাকায় সড়ক পথের উপরই নির্ভর করছিলেন পর্যটকরা৷ ফলে ট্রেন পরিষেবা শুরু হলে বহু মানুষই উপকৃত হবেন৷ আগের মতোই রামনগর, কাঁথি, মেচেদা, উলুবেড়িয়ার মতো ছ'টি স্টেশনে থামবে ট্রেনটি৷ আপাতত দিনে একটি করেই ট্রেন দিঘা-হাওড়ার মধ্যে যাতায়াত করবে৷
Sujit Bhowmik