corona virus btn
corona virus btn
Loading

মালাবদল সেরে একসঙ্গে রক্তদান দম্পতির! দেখুন ভিডিও

মালাবদল সেরে একসঙ্গে রক্তদান দম্পতির! দেখুন ভিডিও
Photo: News 18 Bangla
  • Share this:

#হাওড়া: বিবাহবার্ষিকীতে দামী উপহার নয়, বরং রক্তদান করুন। এভাবেই নিমন্ত্রণ করেছিলেন হাওড়ার জগদীশপুরের দম্পতি। আর তাতে সাড়াও পেলেন। বনশ্রী ও সুভাষ দাসের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে ৭০ জন রক্তদান করলেন।

রঙ-বেরঙের ফুল দিয়ে সাজানো বাড়ির গেট৷ উঠোনজুড়ে ম্যারাপ পড়েছে৷ রান্না হচ্ছে রকমারি পদ৷ দেখেই বোঝা যাচ্ছে অনুষ্ঠানবাড়ি। কিন্তু ভিতরে ঢুকতেই চমক। এ যে রক্তদান শিবির।শনিবার বনশ্রী ও সুভাষ দাসের ২৫ তম বিবাহবার্ষিকীতে এমনই ছবি দেখা গেল।বিবাহবার্ষিকীতে নিছক আনন্দ অনুষ্ঠান নয়, চেয়েছিলেন সমাজের উপকার করতে। নিমন্ত্রণের সময়ই বলেছিলেন, উপহার নয় পারলে রক্তদান করুন।

আরও পড়ুন ইভিএমে পদ্মফুলের নীচে লেখা রয়েছে বিজেপির নাম! বিরোধীদের অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের

এদিন অনুষ্ঠানে ৭০ জন রক্তদান করেন। মালাবদল সেরে দম্পতিও একসঙ্গে রক্তদান করেন। এভাবে যে সাড়া মিলবে তা ভাবতে পারেনি দাস পরিবার। এমন অভিনব উদ্যোগে সামিল হতে পেরে খুশি সকলেই। এই গরমে অনেক সময়ই ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত মেলে না। সুভাষ-বনশ্রীর আশা, তাঁদের দেখে আরও অনেকেই এধরণের উদ্যোগ নিতে উৎসাহী হবেন। তাতে কিছুটা হলেও অভাব মিটবে।

আরও দেখুন
First published: April 28, 2019, 11:10 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर