হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাতিল প্লাস্টিক ব্যবহার করে পিচের রাস্তা তৈরির কাজ শুরু,হাওড়া পুরসভার নয়া উদ্যোগ

বাতিল প্লাস্টিক ব্যবহার করে পিচের রাস্তা তৈরির কাজ শুরু, হাওড়া পুরসভার নয়া উদ্যোগ  

এই আধুনিক প্রকল্পের ফলে পরিবেশ দূষণের মাত্রা কমবে অনেকটাই বলে মনে করা হচ্ছে ৷

  • Last Updated :
  • Share this:

#হাওড়া: বাড়িতে প্লাস্টিক বোতল, সিঙ্গল ইউস প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে তা নিশ্চয় ডাস্টবিনে বা রাস্তায় ফেলে দিচ্ছেন ? তবে এখন থেকে আর ফেলবেন না ৷ এবার থেকে সেই প্লাস্টিক বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে পারবেন ৷ ভাবছেন এ আবার হয় নাকি ? হাওড়া পুরসভার তরফে জানানো হচ্ছে হ্যাঁ অবশ্যই হয় ৷

পরিত্যক্ত প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করতে আগেই ইউনাইটেড নেশনসের সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হাওড়া পুরসভা। এবার তারা বাতিল প্লাস্টিক ব্যবহার করে পিচের রাস্তা তৈরির কাজ শুরু করল। পরীক্ষামূলকভাবে বা পাইলট প্রজেক্ট হিসেবে হাওড়া পুরভবন চত্বরকেই বেছে  নিয়ে কাজ শুরু করেছে ৷

হাওড়া পুরভবনের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে পুরভবন চত্বরে মোট ৪৩০ মিটার পিচের রাস্তা মেরামত হচ্ছে। সব জায়গায় পড়ছে পিচের নতুন আস্তরণ। এক্ষেত্রে যে হটমিক্স ব্যবহার করা হচ্ছে, তাতে বিটুমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে ফেলে দেওয়া কেজি কেজি প্লাস্টিক। অনেক বেশি তাপমাত্রায় তা গলে গিয়ে মাখামাখি হয়ে যাচ্ছে পিচের সঙ্গে। তা ব্যবহার করা হচ্ছে রাস্তাতে। এতে একদিকে যেমন রাস্তা তৈরির খরচ কিছুটা হলেও কমবে, তেমনি রাস্তা অনেক বেশি টেকসই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পিচ ও গলিত প্লাস্টিকের স্তর ভেদ করে বৃষ্টির জল ভিতরে না চুঁইয়ে গেলে রাস্তা বেশিদিন টিকে থাকবে। পুরো কাজটির তদারকি করছেন শিবপুর আইআইইএসটি’র অধ্যাপক তাপস কুমার রায়। তিনি জানান বাতিল প্লাস্টিক পুনর্ব্যবহারের ফলে পরিবেশের সব থেকে মারাত্মক বিষ খুব দ্রুতই নিঃশেষ হবে ৷ এর ফলে কমবে পরিবেশ দূষণ এমনকি এই প্লাস্টিক হাইড্রেন গুলোতে জমে জল নিকাশির একটি বড়ো সমস্যা তৈরি হচ্ছে ৷

এমনকী, এই অপচনশীল পদার্থ গারবেজ হিসাবে জমে জমে তা পাহাড় সমান হয়ে যাচ্ছে | এর থেকে মুক্তি পেতে প্লাস্টিকের পুনর্ব্যবহার খুব প্রয়োজন ৷ হাওড়া পুরো কমিশনার বিজিন কৃষ্ণা জানান তারা পরীক্ষা মূলক ভাবে এই কাজ করছে, তিনি মনে করছেন এই পদ্ধতিতে রাস্তা বানাতে পারলে খরচ যেমন কম হবে টেকসইও অনেকটা বেশি হবে, তিনি বলেন মাত্র ৪৩০ মিটার রাস্তা তৈরিতে ১০০ কেজি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ফলে এই পদ্ধতিতে গোটা হাওড়া শহরের কাজ করতে পারলে প্লাস্টিক সমস্যা থেকে অনেকটাই শহরকে মুক্ত করা যাবে ৷ একদিন হাওড়া পুরসভার এই উদ্যোগ পথ দেখাবে গোটা রাজ্য এমনকি গোটা দেশকে | এই কাজে ইন্ডিয়ান প্লাস্টিক অ্যাসোসিয়েশনের পরামর্শ নেওয়া হচ্ছে এই রাস্তা তৈরির ক্ষেত্রে। পুরবাসীর  কাছে তাদের আবেদন আর প্লাস্টিক ব্যবহার করে যত্র তত্র ফেলে দেবেন না ৷ পুরসভার সাফাই কর্মীদের কাছে জমা দিন এতে সুন্দর হবে পরিবেশ ৷

 Debasish Chakraborty

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Howrah