বর্ধমান: রেলযাত্রীদের ভোগান্তি অব্যাহত। বর্ধমানে পুরনো রেল ওভার ব্রিজ ভাঙার কাজ জন্য আজ মঙ্গলবারও বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রয়েছে। তার ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল কর্ড লাইনে, ১০ জোড়া হাওড়া-বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে এবং একটি ব্যান্ডেল-বর্ধমান লোকাল বাতিল থাকছে। যাত্রীরা বলছেন, এমনিতেই বেশ কিছু ট্রেন বাতিল। তার ওপর যেগুলি চলছে সেগুলিও সময়ে আসছে না। এর ফলে ভোগান্তি আরও বাড়ছে। অনেকেই ট্রেনের ওপর ভরসা না রেখে বাসে কলকাতা যাতায়াত করছেন।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন লাগোয়া পুরনো ওভারব্রিজ ভাঙার জন্য ৫ ফেব্রুয়ারি রবিবার থেকে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনের নিয়ন্ত্রণ-সহ ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। যার ফলস্বরূপ ৫ ফেব্রুয়ারি রবিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া ও বর্ধমান এবং ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে, সমস্ত এমইএমইউ বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে এবং সমস্ত লোকাল প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান ও আসানসোল এবং বর্ধমান ও রামপুরহাটের মধ্যে বাতিল ছিল৷
৬ ফেব্রুয়ারি সোমবার হাওড়া বর্ধমান ইএমইউ লোকালের ৬ জোড়া কর্ড লাইনে এবং ৫ জোড়া হাওড়া বর্ধমান ইএমইউ লোকাল মেইন লাইনে বাতিল ছিল৷ ফের ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমস্ত ইএমইউ লোকাল হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল-বর্ধমানের মধ্যে রাত বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাতিল থাকবে৷ এগুলি ছাড়াও ৪৯টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল বা তাদের যাত্রাপথ পরিবর্তন করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার একাধিক স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। হাওড়া শক্তিগড় এবং হাওড়া মশাগ্রাম লাইনে আপ ডাউন মিলিয়ে ৮০টির মতো স্পেশাল লোকাল সার্ভিস চলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Train Cancellation