• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে ইভটিজিং, অভিযুক্ত ২ যুবক

কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে ইভটিজিং, অভিযুক্ত ২ যুবক

বালির নিশ্চিন্দায় দুই কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে চম্পট দিল দুই যুবক। বাইকে করে এসে দুই মত্ত যুবক মদ ছোড়ে বলে অভিযোগ।

বালির নিশ্চিন্দায় দুই কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে চম্পট দিল দুই যুবক। বাইকে করে এসে দুই মত্ত যুবক মদ ছোড়ে বলে অভিযোগ।

বালির নিশ্চিন্দায় দুই কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে চম্পট দিল দুই যুবক। বাইকে করে এসে দুই মত্ত যুবক মদ ছোড়ে বলে অভিযোগ।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #হাওড়া: বালির নিশ্চিন্দায় দুই কলেজ ছাত্রীর গায়ে মদ ছুড়ে চম্পট দিল দুই যুবক। বাইকে করে এসে দুই মত্ত যুবক মদ ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের হলেও, গ্রেফতার করা হয়নি কাউকে।

  মোটামুটি শুনশান বালি দুর্গাপুরের রাস্তা। টিউশন পড়ে ফিরছিলেন দুই কলেজ ছাত্রী। একজনের বাড়ি বালি ও অন্যজনের বাড়ি হুগলির শ্রীরামপুরে। অভিযোগ, হঠাৎই বাইকে করে দুই যুবক এসে তাঁদের গায়ে মদ ছোড়ে। ছাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তৃণমূলের ক্যাম্প অফিস থেকে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধানও। ততক্ষণে চম্পট দেয় অভিযুক্তরা। ছাত্রীদের বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিল বলে দাবি ছাত্রীদের। একজনের হাতে মদের বোতল ছিল বলেও অভিযোগ। অভিযুক্তরা স্থানীয় বলেই দাবি এলাকাবাসীর।

  গত বারোই সেপ্টেম্বর এই দুর্গাপুরেই অটোযাত্রী কয়েকজন শিক্ষিকার ওপর গরম চা ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহের মধ্যেই একই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

  First published: