#বারুইপুর: গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর এলাকায় ৷ প্রথমে পিটিয়ে ও পরে জোর করে বিষ খাইয়ে তাকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতের নাম নমিতা নস্কর ৷ খুন করার অভিযোগ উঠেছে নমিতার স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে রানাবেলিয়াঘাটার উত্তররানা গ্রামে ৷
ঘটনায় নমিতার স্বামী ভাস্কর নস্কর-সহ শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ ৷ সূত্রের খবর, এগারো বছর আগে বারুইপুর ফুলতলার বাসিন্দা নমিতার সাথে প্রণয়ের সূত্রে বিয়ে হয় ভাস্করের ৷ বিয়ের পর থেকেই নমিতার উপরে শারীরিক নির্যাতন ও মারধর করা হত বলে অভিযোগ ৷ এই দম্পতির একটি আট বছরের পুত্র সন্তান রয়েছে ৷ ছেলের বয়স যখন একবছর তখন ভাস্কর অন্য এক মহিলাকে বিয়ে করে বাইরে থাকতে শুরু করেন ৷ এদিকে দুর্গা পুজোতে বাপের বাড়ি ছেলেকে নিয়ে গিয়েছিল নমিতা ৷ লক্ষ্মীপুজোর জন্য শুক্রবার বিকালে শ্বশুর বাড়িতে ফিরেছিল ৷ অভিযোগ, রাতে বাড়ি ফিরে ভাস্কর প্রথমে ব্যাপক মারধর করে ও পরে রান্নাঘরে নিয়ে গিয়ে নমিতার মুখে জোর করে বিষ ঢেলে দেয় ৷ বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে মারা যায় নমিতা ৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
অন্যদিকে, এদিন সকাল থেকেই মহিলাকে পুড়িয়ে হত্যার ঘটনায় রণক্ষেত্র পার্ক সার্কাস এলাকা। দোষীদের গ্রেফতারের দাবিতে দেড় ঘণ্টা ধরে অবরুদ্ধ পার্ক সার্কাস ৷ শুক্রবার তিলজলা থানা এলাকার বাসিন্দা নাজেয়া ফাইজিকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী আবদুল এফাক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয় স্বামী আবদুলকে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শনিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে চার নম্বর ব্রিজের নিচে শুরু হয় অবরোধ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Housewife Murdered, Husband Murdered Wife In Baruipur