#নদিয়া: ফের পণের বলি গৃহবধূ ৷ ব্যবসার জন্য বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায় ৷
পুলিশ সূত্রের খবর, নদিয়ার নাকাশিপাড়া থানার চন্দনপুরের বাসিন্দা ওই গৃহবধূ ৷ গত এক বছর আগে এনামুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর ৷ বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় বিবাদ ৷ বিয়ের সময় ৫ লক্ষ টাকা পণ নেওয়া স্বত্ত্বেও বারবার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মানসিক চাপ দিত অভিযুক্ত এনামুল এবং তার পরিবারের লোকজন ৷ এমনকী, মাঝে মাঝে টাকা আনতে না পারলে চলত শারিরীক অত্যাচারও ৷ এমনটাই অভিযোগ গৃহবধূর পরিবারের ৷
গৃহবধূর পরিবারের দাবি, সম্প্রতি টাকার জন্য অতিরিক্ত চাপ দিচ্ছিল এনামুল ৷ ব্যবসার অজুহাতে মোটা টাকা চেয়ে বসেছিল সে ৷ কিন্তু সেই টাকা দিতেই অস্বীকার করে গৃহবধূ ৷ এরপরই তার উপর শুরু হয় চূড়ান্ত মানসিক ও শারিরীক অত্যাচার শুরু হয় ৷ সোমবার সকালে অত্যাচারের পরিমাণ মাত্রা ছাড়ায় ৷ এরপরই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় ফাঁস লাগিয়ে খুন করে এনামুল ৷ এমনটাই দাবি করেছেন গৃহবধূর পরিবার ৷
আরও পড়ুন: শিশুচোর সন্দেহে আদিবাসী মহিলাকে পুড়িয়ে খুনের চেষ্টা, গ্রেফতার ৯
গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে এনামুল মন্ডলকে আটক করে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ ।