হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভাঙছে একের পর এক বাড়ি, সামশেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন তলিয়ে যাওয়ার অপেক্ষায় অনেকে

ভাঙছে একের পর এক বাড়ি, সামশেরগঞ্জে গঙ্গা ভাঙ্গন তলিয়ে যাওয়ার অপেক্ষায় আরও অনেক পরিবার

প্রশাসন উদাসীন বলে অভিযোগ

  • Share this:

#মুর্শিবাদ: গঙ্গা ভাঙ্গনের কবলে সামশেরগঞ্জ বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকেই সামশেরগঞ্জ নিমতিতা পঞ্চায়েতের কামালপুর, ধানঘরা, হিরানপুর,   ধুসরি পাড়া এলাকা জুড়ে শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। একটু একটু করে তলিয়ে গেছে বেশকিছু ঘরবাড়ি ও রাস্তাঘাট। গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলে।

গ্রামবাসীদের অভিযোগ গত ১০ বছর ধরে ভাঙ্গন  হলেও প্রশাসনের কোনও হেলদোল নেই। প্রতিবছরই ভাঙ্গন শুরু হলে কিছু বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা করা হয়। জলের তোড়ে সেই বালির বস্তা গঙ্গা বক্ষে তলিয়ে যায়৷  রবিবার রাত  কামালপুর  ধানখোডা, হিরানপুর গ্রামে বেশ কয়েকটি বাড়ি গঙ্গাবক্ষে তলিয়ে যায়। তলিয়ে যায় কৃষিজমিও। আরও কিছু বাড়ি তলিয়ে যাওয়ার অপেক্ষায়। হিলালপুর প্রাথমিক বিদ্যালয় ১৫ টি পরিবার আশ্রয় নিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ   প্রশাসনের  পক্ষ থেকে কেউ একবারও খোঁজ  বা কোন ত্রাণ মেলেনি।  নিমতিতা পঞ্চায়েতের প্রধান সাগরি হালদারের স্বামী সুকুমার হালদার বলেন, আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিছু ত্রাণ দেওয়া হয়েছে। ওই পরিবারগুলোর পাশে আমরা আছি।

Published by:Debalina Datta
First published:

Tags: Ganga Erosion, Murshidabad