• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • গহবধূকে পিটিয়ে, বিষ খাইয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে !

গহবধূকে পিটিয়ে, বিষ খাইয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে !

 দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন I

দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন I

দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন I

 • Share this:

  #জয়নগর: শ্বশুর বাড়িতেই এক গৃহবধূকে পিটিয়ে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে I মৃত গৃহবধূর নাম শ্রাবন্তী সর্দারI ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বাপুলিরচক গ্রামে I

  ঘটনার পর মৃতদেহ বাড়িতে ফেলে পালিয়ে যায় মৃত বধূর স্বামী জগদীশ সরদার-সহ শ্বশুর,শাশুড়ি ও পরিবারের বাকি লোকজন I পাঁচ বছর আগে কুলতলি থানার যুগল নস্করের মেয়ে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় জয়নগর থানার বাপুলিরচক গ্রামের জগদীশের । জগদীশের মোবাইল দোকান দেখে শ্রাবন্তীর পরিবার ঘটা করে বিয়ে দেয় I

  সাধ্যমত নগদ টাকা ও গয়না দেওয়া হয় তাদের বিয়েতে I বিয়ের দু’বছরের পর থেকে স্ত্রী-র ওপর অত্যাচার শুরু করে স্বামী ,বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে I মদের নেশায় বুদ হয়ে একে একে পনের সব গয়না বিক্রি করে করে দেয় জগদীশ I তা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে থাকে I মাঝেমধ্যেই বেধড়ক মারধর করতো জগদীশ বলে জানা যাচ্ছে ৷ এরপর আবার তাকে নিয়ে আসা হয় শ্বশুর বাড়িতে I

  ইতিমধ্যেই জগদীশের মোবাইল দোকান বন্ধ হয়ে যায় I এর পর আবার পোল্ট্রি ফার্ম তৈরির জন্য ৫০ হাজার টাকার জন্য চাপ দিতে শুরু করলে শ্রাবন্তীর দাদা ও ভাই শ্রাবন্তীর ওপর অত্যাচার কমাতে অনেক কষ্ট করে ২০ হাজার টাকা সংগ্রহ করে দেয় এক মাস আগে I টাকা দিলেও কমেনি নির্যাতন I এর মধ্যেই বৃহষ্পতিবার রাতে শ্রাবন্তীর বাপের বাড়ির লোকজন খবর পেয়ে ছুটে আসে বাপুলিরচক গ্রামে I তখন বাড়ির বারান্দায় পড়ে ছিল বধূর নিথর দেহটি I বাড়িতে মৃতদেহটি ফেলে পালিয়ে যায় মূল অভিযুক্ত স্বামী জগদীশ সরদার-সহ বাকি সব সদস্যরা I

  আজ, শুক্রবার সকালে জয়নগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে জয়নগর দুই নম্বর ব্লকের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে I  সেখানেই কান্নায় ভেঙে পড়ে মৃত গৃহবধূর মা সবিতা নস্কর-সহ অন্যান্যরা I দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন I

  First published: