Home /News /south-bengal /
'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়', দিঘার হোটেল ব্যবসায়ীর চিঠিতে চাঞ্চল্য

'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়', দিঘার হোটেল ব্যবসায়ীর চিঠিতে চাঞ্চল্য

নিজের লিজ নেওয়া হোটেলের ১০৩ নম্বর রুম থেকে মঙ্গলবার রাতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃত বিমলের দেহটি উদ্ধার করে পুলিশ

  • Last Updated :
  • Share this:

#দিঘা: পর্যটক নয়, এবার দিঘার হোটেলে আত্মঘাতী হল এক হোটেল ব্যবসায়ী! মন্দা ব্যবসার কারনে হতাশা থেকে মানসিক অবসাদেই আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারনা। মৃত হোটেল ব্যবসায়ীর নাম বিমল মাইতি৷ তার বয়স ৪৫৷

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরের বাসিন্দা বিমল মাইতি এক বন্ধুকে সঙ্গী করে  নিউ দিঘার অন্নপূর্ণা নামের একটি হোটেল লিজ নিয়ে ব্যবসা চালিচ্ছিল।

নিজের লিজ নেওয়া হোটেলের ১০৩ নম্বর রুম থেকে মঙ্গলবার রাতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃত বিমলের দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের কাছ থেকে একটি স্যুইসাইড নোট পেয়েছে পুলিশ। তাতে লেখা- "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"।

Published by:Pooja Basu
First published:

Tags: Digha, South bengal news, দিঘা