হুগলি: পৃথিবীর মধ্যে ভারত বর্ষ সবার থেকে আলাদা কারণ তার জীব বৈচিত্রের জন্য। এক মাত্র ভারতেই রয়েছে একসঙ্গে বহু ভাষাভাষী ও নানা ধর্মের সমন্বয়। এই দেশের ১৩০ কোটি মানুষ ১২২টিরও বেশি ভাষায় কথা বলেন। এখানে হিন্দু মুসলিম শিখ ঈশাই জৈন খ্রিস্টান সকলে একসঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এমনই এক ভ্রাতৃত্বের জীবন্ত উদাহরণ দেখা গেল হুগলির চাঁপদনীতে।
একদিকে চলছে রামনবমী অন্যদিকে রমজান মাস। উৎসবের মরশুমে দুই ধর্মের যেন মেলবন্ধন ঘটেছে। মেলবন্ধন ঘটেছে তাদের জীবনেও। চাঁপদানীর বাসিন্দা মনসুর আলী রমজানের উপোস রাখছেন। অন্যদিকে তার দোকান থেকেই রামনবমীর পতাকা মাথায় বাধার জয় শ্রীরাম লেখা কাপড় অন্যান্য রামনবমীর সামগ্রী পুজোর সামগ্রী কিনছেন হিন্দু ভাইয়েরা।
আরও পড়ুন: পকেটে অ্যান্ড্রয়েড ফোন রাখেন? খুব সাবধান! শান্তিপুরে যা ঘটল যুবকের, শুনলে ঘুম উড়ে যাবে
প্রতি বছরেই কখনো রাখীপুর্ণিমার সময় রাখীবিক্রি করেন মনসুর, কখনো কখনো দোলের সময় রং এখন রামনবমীর পুজোতে ধ্বজা পতাকা হনুমানজির ছবি এই সমস্ত বিক্রি করছেন। যে সমস্ত ক্রেতারা তার কাছে কিনতে আসছেন তারা অনেকেই জানেন মনসুর চাচার দোকানে গেলেই সমস্ত জিনিস পাওয়া যাবে। তাই আর কোথাও না গিয়ে সোজা মনসুরের দোকানে এসে ভিড় করছেন ক্রেতারা।
আরও পড়ুন: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে
এই বিষয়ে এক ক্রেতা বলেন, কে সংখ্যালঘু বা কে সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত বিষয়ের থেকে বড় হলও মানবতার। এখানে কেউ কারোর জাত ধর্ম দিয়ে বিচার করে না তারা সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে।এ বিষয়ে সাবধানে পৌরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেন, তিনি নিজে মনসুরকে চেনেন। দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে ওই ব্যক্তির দোকান রয়েছে জিটি রোডের উপরে। দোকানের পাশেই রয়েছে মন্দির। মন্দিরে আসা ভক্তরা তার দোকান থেকে পুজোর সামগ্রী কেনে। এখানে বিভিন্ন ধর্মের মানুষ এক সঙ্গে ভাই ভাইয়ের মতন থাকে। তাদের মধ্যে কোন ধর্মের ভেদাভেদ নেই। যেমন মনসুর রাম নবমীতে ধ্বজা পতাকা বিক্রি করছে ঠিক তেমনি তার পাশের দোকানদাররাও যারা হিন্দু তারাও ইসলামিক পরবে ইসলামিক ধর্মীয় দ্রব্যাদি বিক্রি করেন। এখানকার মানুষের কাছে সব থেকে বড় ধর্ম হল মানবতার ধর্ম।
----রাহী হালদার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly news, West Bengal news