• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আমফানে ম্যানগ্রোভ নষ্ট, মৌচাক ধূলিসাৎ, মধু সংগ্রহও বন্ধ, বাধ্য হয়ে ধরতে হচ্ছে কাঁকড়া

আমফানে ম্যানগ্রোভ নষ্ট, মৌচাক ধূলিসাৎ, মধু সংগ্রহও বন্ধ, বাধ্য হয়ে ধরতে হচ্ছে কাঁকড়া

বাধ্য হয়ে মৌলীরা যাচ্ছেন কাঁকড়া ধরতে।

বাধ্য হয়ে মৌলীরা যাচ্ছেন কাঁকড়া ধরতে।

বাধ্য হয়ে মৌলীরা যাচ্ছেন কাঁকড়া ধরতে।

 • Share this:
  #কাকদ্বীপ: দিন শুরু হত মৌমাছির চাক ভেঙে মধু এনে। দিনের শেষে দু’টো পয়সা। ভাত। এতেই জীবন খুশি ছিল। লকডাউন আর আমফান। মৌ বনে আর মৌ জমেনি। বাধ্য হয়ে মৌলীরা যাচ্ছেন কাঁকড়া ধরতে। কোথায় কোন জঙ্গলে ফুল ফুটেছে, ফুলের গায়ে মধুর বিলাস। মৌমাছির কাছে সব তথ্য তালাশ। মৌ বনে মৌ জমে। আর তখন একচিলতে বাড়িগুলোতে জমে আশা। দু’পয়সা রোজগারের। বাড়ি ফিরে দু’মুঠো ভাত, একটু খাবার। ব্যস, আর কী লাগে। মিষ্টি মধু কি জানে, খিদে বড় তেঁতো। সে তেঁতো এমন, যে সহ্য করা যায় না। তাই মৌলীরা বাধ্য হন কাঁকড়া ধরতে। পেটের টানে পেশা বদলে যায়। লকডাউনে তিন মাসেরও বেশি সময় সুন্দরবনে মধু-মোম সংগ্রহের পাস দেওয়া বন্ধ করেছে বন দফতর। আমফানে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য তছনছ। ঝড়ে অসংখ্য মৌমাছি মারা গেছে। সর্বনাশা আমফানের তাণ্ডবে মৌচাকের ধ্বংসাবশেষও আর খুঁজে পাওয়া যায় না। মধু-মোম-কাঠ সংগ্রহ করে যাঁদের চলে তাঁদের মাথায় হাত। বাঘের হামলার ভয় থাকলেও মৌলীরা যাচ্ছেন কাঁকড়া ধরতে। মোম, মধু সব জলে ভেসে গেছে। জলে ভেসে গেছে রোজগারও।
  Published by:Debalina Datta
  First published: