ভগবানপুর: দুর্ভাগ্য বোধহয় একেই বলে! নিঃসন্তান হওয়ায় দত্তক নিয়ে পরম যত্নে মানুষ করা ছেলেকেও কেড়ে নিল দুর্ঘটনা! সন্তান পেয়েও তাঁকে হারালেন দম্পতি৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷
উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিনই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছিল বাজকুল বলাইচাঁদ বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনুরাগ প্রধান। স্কুল থেকে বাড়ি ফেরার পথেই কলাবেরিয়া বাজারের কাছে লরির ধাক্কায় গুরুতর আহত হয় অনুরাগ।
আরও পড়ুন: সবুজ সাথীর নতুন সাইকেল নিয়ে বাড়ি ফেরা হল না! মাঝপথেই প্রাণ গেল দুই ছাত্রীর, আহত আরও ২
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিং হোমে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হলে এলাকায় নামে শোকের ছায়া।
সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারও পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল অনুরাগের৷ কিন্তু সেই সমস্ত পরিকল্পনাই ওলটপালট হয়ে গেল৷ দত্তক নেওয়া একমাত্র পুত্র সন্তানের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ ভগবানপুরের চড়াবাড়ের বাসিন্দা পেশায় শিক্ষক কিশোর বর্মন। একই অবস্থা অনুরাগের মায়েরও৷
অনুরাগের মৃত্যুতে শোকস্তব্ধ তার স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষকরাও৷ শনিবার অনুরাগের স্মৃতিতে নীরবতা পালন করে ছুটি হয়ে যায় স্কুল৷ অনুভবের কথা বলতে গিয়ে চোখ ভিজে যাচ্ছে স্কুলের সহপাঠী এবং শিক্ষকদেরও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Higher Secondary, Purba medinipur