#দিঘা: শুনশান দিঘা এখন বড় একা। নিস্তব্ধ। নিস্তব্ধতা ভাঙল সমুদ্রের জলোচ্ছ্বাস। ঝোড়ো পূবালি হাওয়ায় সমুদ্র আজ বড় অশান্ত। বাঁধভাঙা আবেগে সে ধুয়ে দিল পিচরাস্তাকেও।
বৃষ্টি বড় নেশা ধরায়। সমুদ্রের মন মাতাল করে। সে আজ বড় অশান্ত.. দস্যি দামাল। ঢেউয়ের বুকে উথালপাথাল। সমুদ্র তাই হুড়মুড়িয়ে বাঁধনহারা। জলের ভাষায় উল্লাস। উচ্ছ্বাস। জলোচ্ছাস। পর্যটকের ভিড় নেই। চুপচাপ দিঘা, সাগরের স্রোতে পাগলপারা।
গভীর নিম্নচাপের জেরে দু’দিন ধরে প্রবল বৃষ্টি। সমুদ্র উত্তাল হওয়ার পূর্বাভাস ছিলই। বুধবার সকাল থেকে েমঘলা আকাশ আর জমিয়ে বৃষ্টি। গার্ডওয়াল টপকে গেল সমুদ্রের জলোচ্ছ্বাস। জনাকয়েক পর্যটক হাজির ছিলেন। সমুদ্রের মেজাজে মুগ্ধ হলেন।
ঝোড়ো পূবালি হাওয়ায় তাজপুর, শংকপুর, জলধাতেও সমুদ্রের জলোচ্ছ্বাস। জলের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সি-লিঙ্ক রোড। তাজপুরে সমুদ্রের ধারে কয়েকটি হোটেলেও সমুদ্রের জল ঢুকে যায়। বিপদ এড়াতে সমুদ্র স্নান বা সৈকতে ঘোরাঘুরি বন্ধ করে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha