#বোলপুর: রুমা চৌধুরী। কলাভবনের প্রাক্তনী। নিজের চুল তুলির মতো ব্যবহার করে বিরাট বিরাট কাগজে আঁকছেন। সঙ্গে শোনা যাচ্ছে বৌদ্ধ ঘন্টার অপূর্ব আওয়াজ। আদলটা একেবারে চিন বা জাপানের ইঙ্ক পেইন্টিং অথবা ক্যালিগ্রাফির মতো।
রুমা তাঁর ফেসবুক প্রোফাইলে নিজের ছবি আঁকার ছবি পোস্ট করেন। তিনি লেখেন," আমি নিজের চুলকে ব্রাশ হিসেবে ব্যবহার করছি। তাঁর কারণ আমাদের ছবি আাঁকার জন্য যে ব্রাশ তৈরি হয় তা কাঠবেড়ালির লেজ দিয়ে তৈরি হয়। আর আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কাঠবেড়ালির প্রাণ যায় এতে। যদি নিজের চুলকে তুলির মতো ব্যবহার করতে পারি তাহলে তো সব সমস্যায় মিটে যায়।"
কলাভবনের এই ছাত্রীর এই ছবি আঁকার অভিনব পদ্ধতিকে কুর্ণিশ জানিয়েছেন গোটা শিল্পী জগত। সকলের মধ্যে যদি এই ভাবনা কাজ করতো তবে হয়তো আজ পৃথিবীটা আরও সুন্দর হত।