হোম /খবর /দক্ষিণবঙ্গ /
২-৩ ঘণ্টায় আরও বৃষ্টি দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য

আগামী ২-৩ ঘণ্টায় আরও বৃষ্টি দক্ষিণবঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য

আগামিকাল, বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি ৷ কলকাতার বেশ কিছু জায়গায় হয়েছে শিলাবৃষ্টিও ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুই থেকে তিন ঘণ্টায় হাওড়া ও পশ্চিম মেদিনীপুরেও শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাত থেকেই বৃষ্টি আরও বাড়বে কলকাতায় ৷ সপ্তাহভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া চলবে দক্ষিণবঙ্গে ৷ উত্তরবঙ্গে চলবে বৃষ্টি ৷ আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পাঁচ জেলাতেও চলবে বৃষ্টি । দক্ষিণের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামিকাল, বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর ৷

Published by:Simli Raha
First published:

Tags: Rain, Weather Forecast, Weather Update