• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • Bangla News|| নিম্নচাপ-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমনেও রক্ষে নেই, আজ উপকূলে চিন্তা বাড়াচ্ছে পূর্ণিমার ভরা কোটাল

Bangla News|| নিম্নচাপ-ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমনেও রক্ষে নেই, আজ উপকূলে চিন্তা বাড়াচ্ছে পূর্ণিমার ভরা কোটাল

সুন্দরবনে পূর্ণিমার ভরা কোটালের আশঙ্কা। সংগৃহীত ছবি।

সুন্দরবনে পূর্ণিমার ভরা কোটালের আশঙ্কা। সংগৃহীত ছবি।

heavy rain and high tide may cause major casualties: সুন্দরবন উপকূল (Sundarban Costal Area) এলাকায় আজ থেকে পূর্ণিমার কোটালের (High Tide Forecast) আতঙ্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির জলে পুকুর, চাষের জমি ডুবেছে।

 • Share this:

  #সুন্দরবন: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের (Weather) জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) জুড়ে অবিরাম বৃষ্টি (West Bengal Weather Forecast) ও ঝোড়ো বাতাস দুর্যোগ অব্যাহত (Bangla News)। সোমবার রাতভর মাঝারি ও ভারী বৃষ্টি (Moderate to Heavy Rain) হয়েছে জেলা জুড়ে। কাকদ্বীপ, নামখানা, সাগর, পাথরপ্রতিমার বেশ কিছু নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সুন্দরবন উপকূল (Sundarban Costal Area) এলাকায় আজ থেকে পূর্ণিমার কোটালের (High Tide Forecast) আতঙ্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বৃষ্টির জলে পুকুর, চাষের জমি ডুবেছে। এরপর আজ রাত থেকে কোটালের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বাড়বে কয়েকগুন। প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায় কাঁটা স্থানীয় বাসিন্দারা।

  বৃষ্টির (West Bengal Weather Updates) সঙ্গে পুবালি বাতাস ও কোটালের জেরে বাঁধের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সুন্দরবন জুড়ে ফেরি পরিষেবা অনিয়মিত। অন্যদিকে, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমা, নামখানার অঞ্চলে প্রচুর কাঁচা বাড়ি রয়েছে প্রবল বৃষ্টির জেরে সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা। তার ওপরে আজ মঙ্গলবারেও দিনভর বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  আরও পড়ুন: লক্ষ্মীপুজোতেও মুক্তি নেই! প্রবল দুর্যোগ থেকে কবে মুক্তি? জানুন হাওয়া অফিসের Latest Updates...

  জেলার বকখালি, মৌসুনি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগরে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কাকদ্বীপ মহকুমাতে ২৪*৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেচ, বিদ্যুৎ, পূর্ত ও পঞ্চায়েত দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল মজুত করা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন স্থানে।

  আরও: আজ উত্তরমুখী তারা মা’কে পশ্চিম মুখে বসানো হয়, জানুন মায়ের আবির্ভাব তিথির রোমহর্ষক ইতিহাস...

  উল্লেখ্য, সোমবার রাত থেকেই কখনও ঝিরিঝিরি বৃষ্টি আবার কখনও ভারী বৃষ্টি চলছে। মঙ্গলবার ভোর থেকে আবার বৃষ্টি বেড়েছে। লাগাতার বৃষ্টিতে ক্যানিং মহকুমা জুড়ে চলছে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নদী পার্শ্ববর্তী এলাকায় মাইকিং। সাধারণ মানুষকে সচেতন করতে ঘর খালি করার নির্দেশ দিয়েছে কোস্টাল থানা পুলিশ। আবহাওয়া দফতরের ঘোষণা মতো, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টি চলবে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায়।সাধারণ মানুষকে সতর্ক করতে ইতিমধ্যে এলাকায় এলাকায় মাইকিং চলছে। এ ছাড়া যারা কাঁচা বাড়িতে বাস করছেন তাদেরকে সরিয়ে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে।

  Published by:Shubhagata Dey
  First published: