#সিউড়ি: মন ভাল নেই সিউড়ির সোনাতোড়পাড়ার। যাঁকে ছোট থেকে দেখছেন, সেই হাসিনের এখনকার অবস্থা দেখে মন খারাপ বাসিন্দাদের। পাড়ার মেয়ের সঙ্গেই রয়েছেন সবাই। হাসিনের পাড়ার খবর জানতে সিউড়িতে পৌঁছে গিয়েছিল নিউজ ১৮ বাংলা ৷
কারোর কাছে তিনি বোন। কারোর কাছে তিনি ছোট মেয়ে। হাসিন জাহান। তাঁর বড় হয়ে ওঠার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী সোনাতোড়পাড়া। কিন্তু হাসিনের এই অবস্থা দেখার জন্য মোটেই তৈরি ছিলেন না তাঁরা। তাই মন খারাপ এলাকাবাসীর।
হাসিনের পাড়ারই বাসিন্দা বিখ্যাত লোকসঙ্গীতশিল্পী স্বপ্না চক্রবর্তী। পাড়ার মেয়ে যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাতেও যথেষ্ট বিব্রত তিনি ৷ ক্লাস নাইন থেকে চেনা। পাশাপাশি বসতেন। কত গল্প, কত আড্ডা। বরাবরের ডাকাবুকো, প্রতিবাদী। সহপাঠীর পাশে থাকার বার্তা কেয়া বিশ্বাস রহমানের।
মেয়ে আত্মসম্মানের লড়াই লড়ছে। তাঁর নিরাপত্তার দাবি জানিয়েছেন হাসিনের বাবা মহম্মদ ওয়াসিম। শামি আলোচনায় বসার কথা বললেও তাতে অবশ্য মন গলছে না শ্বশুরের। লড়াইয়ের ফল যাই হোক। পাড়ার মেয়ের পাশেই থাকছে সোনাতোড়পাড়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hasin Jahan, Mohammad Shami, Siuri