#ঝাড়গ্রাম: রবিবারের পর সোমবার। পরপর দু'দিন। ফের অজানা ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঝাড়গ্রামে। সোমবার ঝাড়গ্রাম থানার গোবিন্দপুর এলাকায় গাছে গলায় ফাঁস লাগানো এক যুবকের দেহ উদ্ধার হয়। তবে মৃতের দেহের একটি অংশ যে ভাবে গাছের অন্য ডালে আটকে ছিল, তাতে আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
তবে গোটা বিষয়ে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা মুখ খুলতেও নারাজ। শুধু এখানেই নয়, যেখানেই দেহ উদ্ধার হচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্রই। এলাকার মানুষ কথা বলা তো দূর, এড়িয়ে যাচ্ছেন অপরিচিতদের। সোমবার যে দেহটি উদ্ধার হয়েছে, তাঁর পরিচয় সম্বন্ধে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।
আরও পড়ুন: 'স্বামী' সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজাতার! ডিভোর্স নিয়ে কড়া নির্দেশ কোর্টের
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে হঠাৎ করেই ঝাড়গ্রাম জেলায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়ে গিয়েছে। যার কোনও রহস্যভেদ করতে পারছে না পুলিশ। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রবিবার বেলপাহাড়ি এলাকায় কাঁকরাঝোড়ে হাটচালায় এক ৬৫বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
তাঁর পা মাটিতে ছোয়ানো অবস্থায় ছিল। পাশাপাশি এক মহিলার দেহও উদ্ধার হয়। যার কোনও কারণ এখনও পুলিশ জানতে পারেনি। গত ২৩ এপ্রিল চন্দ্রীতে গুলি, বেলপাহাড়িতে কুপিয়ে খুনের ঘটনার এখনও কোন কিনারাই করতে পারেনি পুলিশ। বিভিন্ন গ্রামে বিভিন্ন পেশার মানুষ জনের বক্তব্য, হঠাৎ করেই এলাকায় খুন বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েছে। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে বলে অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jhargram, West Bengal news