রানাঘাট: দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার রানাঘাট থানা এলাকার কীর্তি নগর জামতলা পাড়া এলাকায়। এমন মর্মান্তিক দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গিয়েছে, বিশ্বজিৎ দাস নামে বছর ২৭ এর যুবক পেশায় টোটো চালক। তার স্ত্রী পল্লবী দাস। বয়স ২২ বছর। তিনি একটি বেসরকারি অফিসে কাজ করতেন। দীর্ঘদিন ধরে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়া-অশান্তি লেগেই থাকত। স্বামীস্ত্রীর ঝগড়া পাড়া-প্রতিবেশীরা প্রায়ই শুনতে পেতেন। এমনকি ঝগড়ার কারণেই তারা নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে আসে বলে খবর।
স্থানীয়দের মারফত জানা যায়, বুধবার রাত্রে স্বামী-স্ত্রী কাজ করে বাড়ি থেকে ফিরলে পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরেই ঝগড়া বেধে যায় দুজনার মধ্যে। তারপরেই চরম সিদ্ধান্ত নেন স্বামী স্ত্রী দুজনেই। একসঙ্গে দুজনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ঘরের মধ্যেই। এলাকাবাসীরা জানান, সকালবেলা দীর্ঘক্ষন বাড়ির মধ্যে সারা শব্দ শুনতে না পাওয়া সন্দেহ হয় প্রতিবেশীদের। এর পরেই দরজা ভেঙে প্রতিবেশীরা দেখে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ।
প্রতিবেশীরাই রানাঘট থানা ও মৃতদের পরিবারকে খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। সঠিক কি কারণে এমন চরম সিদ্ধান্তের পথ বেছে নিল এই দম্পতি, তা খতিয়ে দেখছে পুলিস। পারাবিরাকি বিবাদ কোন পর্য়ায়ে পৌছাসে এমন সিদ্ধান্ত নিতে পারেন দুই তরুণ-তরুণী তা নিয়ে আলোচনা চলছে এলাকা জুড়ে। পাশাপাশি ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Death, Husband wife, Nadia, Nadia news