corona virus btn
corona virus btn
Loading

গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার ডেবরায়, পকেটে মিলল সুইসাইড নোট

গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার ডেবরায়, পকেটে মিলল সুইসাইড নোট

পুলিশকে খবর দিলে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পরেই পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে।

  • Share this:

#ডেবরা: ডেবরায় গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ৷ খুন না আত্মহত্যা, তদন্তে ডেবরা থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ২ নং ভরতপুর অঞ্চলের ভগবানপুর এলাকায় এক ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যাক্তির নাম শিশির কুমার বেরা। শিশির কুমার বেরা ৩ নং সত্যপুর অঞ্চল অফিসে ডি গ্রুপের কর্মচারী ছিলেন। পরিবারের অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরেননি তিনি। সকালে বাড়ির কাছে একটি গাছের ওপর তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসার পরেই পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা বাঁধে। মৃতের পকেট থেকে একটি সুসাইড নোট পাওয়া গিয়েছে ৷ যেখানে কয়েকজনের নাম লেখা আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। সুসাইড নোটটি আদতে কার লেখা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ শিশির কুমার বেরাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। যদিও যাদের নাম লেখা আছে সুসাইড নোটে দুপুর ১২ টা পর্যন্ত তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Published by: Simli Raha
First published: February 27, 2020, 3:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर