#বোলপুর: হাত ধুয়ে ঢুকতে হবে থানায়, করোন সতর্কতায় নয়া নির্দেশিকা পুলিশ প্রশাসনের। বিশ্বজুড়ে থাবা পড়েছে করোনার। চিনের উহান থেকে তৈরি হওয়া এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের কম করে ৭০ টি দেশে। এই ভাইরাসের সংক্রমণে দিনের পর দিন বেড়েই চলেছে্য বাড়ছে সংক্রমিতের সংখ্যা, মৃতের সংখ্যাও। কিন্তু ঠেকানোর উপায়? সেটাই এখনও খুঁজে পাওয়া যায়নি। তাই এই ভাইরাসকে ঠেকানোর জন্য একমাত্র সর্তকতা, সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেছে নেওয়া হচ্ছে। করোনা ঠেকাতে ভারত সরকারের তরফ থেকে ব্রিটিশ আমলের ১৯৮৭ সালের ২ নম্বর ধারা মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার সেই একই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও।
আর এসবের পাশাপাশি করোনাভাইরাসের ভীতি এখন বীরভূম জেলার থানায় থানায়ও। যে কারণে সোমবার রাতে জেলার থানায় থানায় পৌঁছে গিয়েছে নয়া নির্দেশিকা। নয়া নির্দেশিকা অনুসারে, থানার সামনে রাখা হয়েছে জল, রাখা হয়েছে স্যানিটাইজার ও সাবান। হাত ধুয়ে প্রবেশ করতে হচ্ছে সকলকে। বীরভূম জেলার প্রত্যেক থানায় এই নির্দেশিকা দেওয়া হয়েছে। শুধুমাত্র থানায় পুলিশ কর্মীদের নয়, সকলকেই হাত ধুয়ে প্রবেশ করতে হবে। শুধু এখানেই শেষ নয়। নয়া নির্দেশিকা অনুসারে, থানার ভিতরে অপ্রয়োজনীয় ভাবে বেশি লোকজনের ভীড় করা যাবে না। যার যতটুকু প্রয়োজন তিনি এসে সেই কাজটুকু সেরে যাবেন।
Supratim Das